Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

কুড়িগ্রামে বইমেলা থেকে মোটরসাইকেল চোর গ্রেফতার

কুড়িগ্রাম সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০২১, ৪:৫১ পিএম | আপডেট : ৪:৫২ পিএম, ৩১ ডিসেম্বর, ২০২১

কুড়িগ্রাম কলেজমোড়স্থ বিজয়স্তম্ভ চত্বরে অনুষ্ঠিত বইমেলা প্রাঙ্গণ থেকে মটর সাইকেল চুরির সময় আতিকুর রহমান আতিক (৩৭) ও ইদুল মিয়া (৩৫) নামে দুজন আন্ত:জেলা মটর সাইকেল চোর চক্রের সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে একটি মটর সাইকেলসহ তাদের গ্রেফতার করে পুলিশী হেফাজতে নেয়া হয়।


কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার জানান, গ্রেফতারকৃত আসামীরা আন্ত:জেলা মটর সাইকেল চোর চক্রের সদস্য। তদের বিরুদ্ধে ঢাকার আশুলিয়া, রংপুরের মিঠাপুকুর, লালমনিরহাট সদরসহ বিভিন্ন জায়গায় ডাকাতি মামলা রয়েছে। শুক্রবার দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত বইমেলায় মটর সাইকেল চুরির প্রস্তুতিকালে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় সদর থনার অফিসার ইনচার্জসহ এসআই কাদের, এসআই জলিল এবং এএসআই নাজমুল বিষয়টি টের পেয়ে তাদেরকে গ্রেফতার করে।


গ্রেপ্তারকৃত আতিকুর রহমান আতিক নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার উত্তর সিঙ্গেরগাড়ী গ্রামের আহাম্মদ হোসেনের ছেলে। অপর আসামী ইদুল মিয়া কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সদর ইউনিয়নের গোবদা গ্রামের আমজাদ হোসেনের ছেলে। গ্রেফতারকৃতদের পুলিশী হেফাজতে নেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ