Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গণতান্ত্রিক ঐক্য ফ্রন্টের হাব নির্বাচন বর্জন, সম্মিলিত ফোরাম পূর্ণ প্যানেলে বিজয়ী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০২১, ১০:১২ পিএম

হাব দ্বি-বার্ষিক নির্বাচনে (২০২১-২০২৩) হাব সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিমের নেতৃত্বাধীন হাব সম্মিলিত ফোরাম পূর্ণ প্যানেলে বিজয় লাভ করেছে। হাবের সাবেক সভাপতি আবদুস ছোবহান ভূঁইয়ার নেতৃত্বাধীন হাব গণতান্ত্রিক ঐক্য ফ্রন্ট পরাজিত হয়েছে। রাতে হাব নির্বাচন বোর্ড সূত্র এ তথ্য জানিয়েছে। আইনি জটিলতায় হাবের দ্বি-বার্ষিক নির্বাচন নিয়ে অচলাবস্থার সৃষ্টি হয়েছিল। বুধবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের শুনানী শেষে এক রায়ের পরিপ্রেক্ষিতে পূর্ব ঘোষিত গতকালের হাবের দ্বি-বার্ষিক নির্বাচন (২০২১-২০২৩) অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। হাব নির্বাচন বোর্ডের চেয়ারম্যান খন্দকার শামসুল আলম ইনকিলাবকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

হাব দ্বি-বার্ষিক নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে। হাব নির্বাচন নিয়ে কোনো বিভ্রান্তিতে কান দেয়া সঠিক হবে না বলেও তিনি উল্লেখ করেন। এদিকে, নানা অনিয়মের অভিযোগ তুলে অপর প্যানেল হাব গণতান্ত্রিক ঐক্য ফ্রন্ট হাব নির্বাচন বয়কট করেছেন। আজ বৃহস্পতিবার বিকেল তিনটায় জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে গণতান্ত্রিক ঐক্য ফ্রন্টের প্যানেল প্রধান ও হাবের সাবেক সভাপতি আবদুস ছোবহান ভূঁইয়া হাব নির্বাচন বর্জনের ঘোষণা ও ব্যাখ্যা দেন।

গোলাম মাহমুদ ভূঁইয়া মানিকের পরিচালনায় এতে আরো উপস্থিত ছিলেন, আটাবের সাবেক মহাসচিব আসলাম খান, আব্দুস সালাম আরেফ, বীর মুক্তিযোদ্ধা মো.তাজুল ইসলাম, মো. নাজিম উদ্দিন, ক্রাী গোলাম মোস্তফা, মো. রফিকুল ইসলাম বিক্রমপুরী, প্রকৌশলী গোলাম মোহাম্মদ, ডিএম দেলোয়ার হোসেন ও মিজানুর রহমান বিক্রমপুরী। আব্দুস ছোবহান ভূঁইয়া হাব নির্বাচনের ভোটার তালিকায় ৭৮টি ভূয়া ভোটারের অভিযোগ তুলে হাইকোট বিভাগে রিট দাখিল করলে গত ১৫ ডিসেম্বর আদালত হাব নির্বাচনের মেয়াদ এক মাস পিছানোর আদেশ দেন। এতে হাব নির্বাচন অনিশ্চয়তার মুখে পড়ে। হাবের বর্তমান সভাপতি ও হাব সম্মিলিত ফোরামের প্যানেল প্রধান বুধবার তাৎক্ষণিকভাবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে হাইকোট বিভাগের স্থগিতাদেশ স্থগিতকরণ এবং হাব নির্বাচন যথাসময়ে অনুষ্ঠানের জন্য রিট পিটিশন দাখিল করেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান হাব নির্বাচনের হাইকোর্ট বিভাগের দেয়া স্থগিতাদেশ বুধবার উভয় পক্ষের আইনজীবিগণের শুনানী শেষে হাইকোর্ট বিভাগের দেয়া হাব নির্বাচনের স্থগিতাদেশ স্থগিত করেন।
ফলে আজ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নগরীর কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে একটানা হাব নির্বাচনে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেন। হাব নির্বাচনে ১ হাজার ৪৪ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীদের ভোট দেয়ার কথা।

হাব সম্মিলিত ফোরামের প্যানেল প্রধান ও হাব সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম ইনকিলাবকে জানান, কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণভাবে হাব নির্বাচন সম্পন্ন হয়েছে। এক প্রশ্নের জবাবে হাব সভাপতি তসলিম বলেন, আগামীকাল শুক্রবার পর্যন্ত হাবের বর্তমান কমিটির মেয়াদ রয়েছে। তিনি বলেন, যথাযথ বিধি অনুযায়ীই সুষ্ঠুভাবে হাব নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। হাব সম্মিলিত ফোরাম নিরঙ্কুশভাবে বিজয় লাভ করায় হাব সভাপতি তসলিম ভোটারদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হাব


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ