Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেধা বিকাশে খেলাধুলা

| প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০২১, ১২:০২ এএম

আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ তারাই হবে দেশ গড়ার কারিগর। এই শিশুদের সঠিকভাবে বেড়ে ওঠার জন্য প্রয়োজন শারীরিক ও মানসিক সুস্থতা। শিশুদের শারীরিক ও মানসিক চিন্তা চেতনা ও বুদ্ধিমত্তা বিকাশের অন্যতম মাধ্যম হলো খেলাধুলা। করোনাভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় অনেক শিশুই খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে। এই লকডাউনের কারণে অনেক শিশুরাই আছে বাসায় বন্ধী তারাও মাঠে গিয়ে মুক্ত আকাশে সবার সাথে খেলাধুলা থেকে বঞ্চিত। শিশুদের মানসিক বিকাশের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠগুলো সবার জন্য উন্মুক্ত রাখা একান্ত জরুরি। শিশুদের পরিপূর্ণ মানসিক বিকাশের জন্য পড়াশোনার পাশাপাশি সাঁতার কাটা, দড়িলাফ, তাদের নিয়ে ঘুরতে যাওয়া উচিত। গবেষকরা দেখেছেন, খেলাধুলা শিশুদের শারীরিক ও সামাজিক দক্ষতা অর্জনের মাধ্যম তাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে খাপ খাওয়াতে সহায়তা করে। খেলাধুলা শিশুদের অভিজ্ঞতা বাড়ায়, আত্মবিশ্বাসী হতে সাহায্য করে। খেলাধুলা শিশুদের ভবিষ্যৎ জীবনের জন্য প্রস্তুত করে তোলে। পড়াশোনার পাশাপাশি শিশুদের খেলাধুলা চর্চা বিনোদন এর মাধ্যম। খেলাধুলা শিশুদের অপরাধ প্রবণতা থেকে রক্ষা করে।

সোহেল ইসলাম জাফর
শিক্ষার্থী, ঢাকা কলেজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন