Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওমিক্রন : কলকাতায় বন্ধ হচ্ছে যুক্তরাজ্যের সকল ফ্লাইট

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০২১, ৭:৪৮ পিএম

করোনার অতি সংক্রামক ধরন ওমিক্রনের শঙ্কায় কলকাতায় যুক্তরাজ্য থেকে আসা সব ফ্লাইট নিষিদ্ধ করতে চলেছে পশ্চিমবঙ্গ। আগামী ৩ জানুয়ারি থেকে বিমান চলাচলে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। এতে যুক্তরাজ্য থেকে কলকাতায় ঢুকতে পারবে না কোনও ফ্লাইট। খবর হিন্দুস্তান টাইমস।
আজ বৃহস্পতিবার রাজ্যের কেন্দ্রীয় বিমান মন্ত্রী এ বিষয়ে চিঠি দিয়েছেন রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব বিপি গোপালিকা।
পশ্চিমবঙ্গে কোভিড সংক্রমণ বাড়ছে। সেখানে করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্তের সংখ্যাও বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
বুধবার এক বৈঠকে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের স্কুল-কলেজ বন্ধের ইঙ্গিত দেন। একই সঙ্গে মমতা কলকাতায় গণ্ডিবদ্ধ এলাকা (কন্টেনমেন্ট জোন) চিহ্নিত করার বিষয় নিয়েও নির্দেশ দেন।
বুধবার (২৯ ডিসেম্বর) শুধু কলকাতাতেই নতুন করে ৫৪০ জনের করোনা শনাক্ত হয়, যেখানে পুরো পশ্চিমবঙ্গে ১ হাজার ৮৯ জনের সংক্রমণ ধরা পড়ে। সূত্র : হিন্দুস্তান টাইমস



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওমিক্রন

১০ ফেব্রুয়ারি, ২০২২
৪ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ