মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনার অতি সংক্রামক ধরন ওমিক্রনের শঙ্কায় কলকাতায় যুক্তরাজ্য থেকে আসা সব ফ্লাইট নিষিদ্ধ করতে চলেছে পশ্চিমবঙ্গ। আগামী ৩ জানুয়ারি থেকে বিমান চলাচলে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। এতে যুক্তরাজ্য থেকে কলকাতায় ঢুকতে পারবে না কোনও ফ্লাইট। খবর হিন্দুস্তান টাইমস।
আজ বৃহস্পতিবার রাজ্যের কেন্দ্রীয় বিমান মন্ত্রী এ বিষয়ে চিঠি দিয়েছেন রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব বিপি গোপালিকা।
পশ্চিমবঙ্গে কোভিড সংক্রমণ বাড়ছে। সেখানে করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্তের সংখ্যাও বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
বুধবার এক বৈঠকে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের স্কুল-কলেজ বন্ধের ইঙ্গিত দেন। একই সঙ্গে মমতা কলকাতায় গণ্ডিবদ্ধ এলাকা (কন্টেনমেন্ট জোন) চিহ্নিত করার বিষয় নিয়েও নির্দেশ দেন।
বুধবার (২৯ ডিসেম্বর) শুধু কলকাতাতেই নতুন করে ৫৪০ জনের করোনা শনাক্ত হয়, যেখানে পুরো পশ্চিমবঙ্গে ১ হাজার ৮৯ জনের সংক্রমণ ধরা পড়ে। সূত্র : হিন্দুস্তান টাইমস
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।