Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপ কমিটির প্রীতি ফুটবল ম্যাচ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০২১, ৫:৫৮ পিএম

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপ কমিটি এক প্রীতি ম্যাচ আয়োজন করে। বুধবার বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে এই ফুটবল ম্যাচ হয়। ম্যাচে বাংলাদেশের সাবেক তারকা ফুটবলার ছাড়াও অন্য ডিসিপ্লিনের খেলোয়াড়রাও অংশগ্রহণ করেন।

সত্যজিত দাশ রুপু, হাসানুজ্জামান খান বাবলু, ফিরোজ মাহমুদ টিটুর সঙ্গে ফুটবল খেলেছেন হকির অন্যতম তারকা মাহবুব এহসান রানাও। প্রীতি ফুটবল ম্যাচ শেষে হয় আলোচনা পর্ব।আলোচনায় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ বলেন, স্বাধীনতার পঞ্চাশ বছরে দেশের বিভিন্ন উন্নয়ন হয়েছে। সেই উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে ক্রীড়াঙ্গনে। আজ আমাদের খেলোয়াড়রা বিশ্ব সেরা অলরাউন্ডার, অলিম্পিকে সরাসরি খেলছে।

আওয়ামী লীগ যুব ও ক্রীড়া বিষয়ক উপ কমিটির অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বর্ষীয়ান রাজনীতিবিদ মোজাফফর হোসেন পল্টু। তিনি বঙ্গবন্ধুর ক্রীড়াপ্রেম নিয়ে বলেন, বঙ্গবন্ধু অত্যন্ত ক্রীড়াপ্রেমী ছিলেন। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ভিত স্বয়ং বঙ্গবন্ধুর হাতেই গড়া। বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে আয়োজিত এই অনুষ্ঠানে আরও ছিলেন কমিটির অন্যতম সদস্য আব্দুল গাফফার, আসাদুজ্জামান বাদশাসহ ক্রীড়াঙ্গন ব্যক্তিত্বরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ