Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরিশাল শিক্ষা বোর্ডে জিপিএ-৫ বাড়ল দ্বিগুনেরও বেশী, এবারো ফলাফলে এগিয়ে মেয়েরা

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০২১, ২:২১ পিএম

এক বছরের ব্যাবধানে সাড়ে ১০ ভাগ বেড়ে বরিশাল শিক্ষা বোর্ডে এবারের এসএসসি পরিক্ষায় পাশের হার ৯০.১৯% হলেও ছেলেদের তুলনায় মেয়েদের সাফল্য আরো ২.৭% বেশী। জিপিএ-৫ নিয়ে সাফল্যের হারও গত বছরের দ্বিগুনেরও বেশী বৃদ্ধি পেয়ে এ শিক্ষা বোর্ডে সংখ্যাটা এবার ১০ হাজার ২১৯ জনে উন্নীত হয়েছে। যারমধ্যে বিজ্ঞান বিভাগেই ৮ হাজার ২৮০ ছাত্রÑছাত্রী জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। ছাত্রীর সংখ্যা ৪ হাজার ৬৫০। যা ছাত্রদের চেয়ে ১ হাজার ২০ জন বেশী। আর মোট জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যেও ছাত্রীর সংখ্যা ৬ হাজার ২১৫। যা ছাত্রদের চেয়ে ২ হাজার ২০৯ জন বেশী। বরিশঅল ক্যাডেট কলেওজের সব ছাত্রই জিপিএ-ট৫ পেয়ে উত্তীর্ণ হয়ে তদাদের অতীত ঐতিহ্য অক্ষুন্ন রেখেছে।
তবে এবারো বিজ্ঞান বিভাগে সার্বিক সাফল্যের হার গড় পাশের হারের চেয়ে ২.৪৫% বেশী। এমনকি বরিশাল শিক্ষা বোর্ডের আওতাধীন ৬টি জেলার ১ হাজার ৪৪৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ লাখ ১৩ হাজার ৬৭ ছাত্রÑছাত্রী অংশ নিলেও এবারের এসএসসি পরিক্ষায় শূণ্য পাশের হারের কোন শিক্ষা প্রতিষ্ঠান নেই। অপরদিকে শতভাগ পাশ করেছে ৯০টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রÑছাত্রীরা।
বরিশাল শিক্ষা বোর্ডে এবারের এএসসি পরিক্ষায় ১ লাখ ১৫ হাজার ৭৩ ছাত্রÑছাত্রীর মধ্যে ২ হাজার ৬৭ জন অংশ গ্রহনই করেনি।
বিজ্ঞান বিভাগে অংশগ্রহনকারী ২৪ হাজার ৮৭৭ জনের মধ্যে উত্তীর্ণের সংখ্যা ২৩ হাজার ৪৫। গড় পাশের হার ৯২.৬৪% হলেও মেয়েদের সাফল্য হার ৯৩.৬৩%। মানবিক বিভাগে অংশগ্রহনকারী ৬৮ হাজার ২৬২ পরিক্ষার্থীর মধ্যে বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ হয়েছে ৬০ হাজার ৫৬৪ জন। পাশের গড়হার ৮৮.৭২% হলেও এ বিভাগেও ছাত্রীদের পাশের হার ৯০.০৭%। বিজনেস স্ট্যাডিজেও ১৯ হাজার ৮৬৭ ছাত্রÑছাত্রীর মধ্যে বিভিন্ন গ্রেডে ১৮ হাজার ৩০৮ জন উত্তীর্ণ হয়েছে। এ বিভাগেও গড় পাশের হার ৯২.১৫ % হলেও ছাত্রীদের সাফল্য হার ৯৩.৩৩%।
তবে এবারের এসএসসি পরিক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে ২Ñ<৩ গ্রেডে উত্তীর্ণের সংখ্যাই সর্বোচ্চ, ২৮ হাজার ৭৯৯জন। আর জিপিএ ৪Ñ<৫ গ্রেডে উন্নীত হয়েছে ২৪ হাজার ২২৮ জন।
জেলাওয়ারী ফলাফলে পিরোজপুরের অবস্থান সবার শীর্ষে, জেলাটির ২৪৬টি শিক্ষা প্রতিষ্ঠানে গড় পাশের হার ৯২.২৬%। এরপরের অবস্থান বরিশালের ৪১৮টি শিক্ষা প্রতিষ্ঠানে, ৯০.৯২%। তৃতীয় অবস্থানে বরগুনার। ১৫২টি শিক্ষা প্রতিষ্ঠানের ৯০.৭৩% ছাত্রÑছাত্রী বিভিন্ন গ্রেডে পাশ করেছে। ঝালকাঠীর অবস্থান ৪র্থ। এ জেলার ১৭১টি শিক্ষা প্রতিষ্ঠানে পাশের হার ৯০.০৮%। পটুয়াখালীর অবস্থান ৫ম। জেলার ২৫৯ শিক্ষা প্রতিষ্ঠানে পাশের গড়হার ৮৯.৮০%। আর ৮৭.১০ % পাশ করে ৬ জেলার মধ্যে সর্বনি¤œ অবস্থানে দ্বীপ জেলা ভোলার ২শ টি শিক্ষা প্রতিষ্ঠান।
তবে শতভাগ পাশের তালিকায় বরিশালের অবস্থান শীর্ষে। এজলার ২৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ ছাত্রÑছাত্রীই উত্তীর্ণ হয়েছে। এরপরের অবস্থান পিরোজপুরে ২৭টি। এছাড়া পটুযাখালীতে ১৫টি, ঝালকাঠীতে ১১টি, বরগুনায় ৫টি ও ঝালকাঠীর ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ ছাত্রÑছাত্রীই পাশ করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এসএসসি

২০ ফেব্রুয়ারি, ২০২৩
৩০ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ