মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রাশিয়ায় সবচেয়ে পুরনো এবং সুপরিচিত মানবাধিকার গোষ্ঠী মেমোরিয়াল ইন্টারন্যাশনাল। জানা গেছে, সংস্থাটি বন্ধের নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
সোভিয়েত আমলে নিপীড়িত, কারাবন্দি ও মৃত্যুদণ্ডে প্রাণ যাওয়া মানুষদের নিয়ে কাজ করে আসছে ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত এই মানবাধিকার গোষ্ঠী।
চলতি বছরের নভেম্বরে রাশিয়ার কৌঁসুলিরা এই মানবাধিকার গোষ্ঠীকে ‘জনগণের জন্য হুমকি’ হিসেবে চিহ্নিত করেন। এমনকি গোষ্ঠীটি রাশিয়ার ‘বিদেশি এজেন্ট’ সংক্রান্ত আইন লঙ্ঘন করছে এমন অভিযোগে সেটি বন্ধ করে দিতে আদালতে আবেদন জানানো হয়। অবশেষে সংস্থাটি বন্ধের নির্দেশ এলো।
এদিকে রায়ের প্রতিক্রিয়ায় পরে মঙ্গলবার এক বিবৃতিতে ইন্টারন্যাশনাল মেমোরিয়াল জানিয়েছে- তারা এ রায়কে চ্যালেঞ্জ করবে এবং সংস্থার কাজ চালিয়ে যাওয়ার বৈধ পথ খুঁজবে।
বিবৃতিতে ইন্টারন্যাশনাল মেমোরিয়াল বলেছে, ‘মেমোরিয়াল কোনো সংগঠন নয়, এমনকি কোনো সামাজিক আন্দোলনও নয়। রাশিয়ার নাগরিকদের তাদের করুণ অতীত এবং লাখ লাখ মানুষের ভাগ্যে কী ঘটেছিল, তা জানানোর জন্য মেমোরিয়ালকে প্রয়োজন।’ সূত্র: সিএনএন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।