মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মহামারি করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের শঙ্কায় সউদী আরবে ফের নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখা ও মাস্ক পরা বাধ্যতামূলক করা হচ্ছে। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) এটি কার্যকর হবে। গহকাল বুধবার (২৯ ডিসেম্বর) আরব নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সউদী আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক নির্দেশিকায় জানিয়েছে, বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকাল ৭টা থেকে জনপরিসরে শারীরিক দূরত্ব বজায় রাখা এবং মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।
এর আগে, গত ১৭ অক্টোবর জনপরিসরে শারীরিক দূরত্ব বজায় রাখা এবং মাস্ক পরার নিয়ম তুলে নিয়েছিল সৌদি প্রশাসন। করোনাভাইরাস সংক্রমণ কমে যাওয়ার পর এ সিদ্ধান্ত নিয়েছিল দেশটি।
দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়, সউদীতে আবারও করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। এছাড়া করোনার অতিসংক্রামক ধরন ওমিক্রনের শঙ্কায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে, সউদী আরবে বুধবার (২৯ ডিসেম্বর) করোনায় একজনের মৃত্যু এবং নতুন করে ৭৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। সউদীতে করোনাভাইরাস প্রতিরোধে এখন পর্যন্ত ৫ কোটি মানুষ ভ্যাকসিনের আওতায় এসেছে। সূত্র : আরব নিউজ
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।