Inqilab Logo

সোমবার, ১০ জুন ২০২৪, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৩ যিলহজ ১৪৪৫ হিজরী

ব্যাডমিন্টনে সুমাইয়া চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০২১, ৯:৩১ পিএম

বিজয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা আয়োজিত নারীদের ক্রীড়া উৎসবের ব্যাডমিন্টনের সিনিয়র গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছেন সুমাইয়া আনজুম আভা। বুধবার ধানমন্ডিস্থ সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে ব্যাডমিন্টনের একক ইভেন্টে ফারজানা রহমানকে হারিয়ে শিরোপা জিতে নেন সুমাইয়া। সিনিয়র দ্বৈতে সুমাইয়া আনজুম ও সৈয়দা সুমাইয়া আলম জুটি চ্যাম্পিয়ন হয়। এছাড়া বাস্কেটবলে সাত পয়েন্ট পেয়ে বি-২০ দল চ্যাম্পিয়ন ও ৩ পয়েন্ট পেয়ে হরনেটস রানার্সআপ হয়।

দিনব্যাপী অনুষ্ঠিত খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী ও জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা গিনি এমপি। এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদিকা প্রকৌশলী ফিরোজা করিম নেলীসহ অন্য কর্মকর্তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্যাডমিন্টন


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ