Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটের উন্নয়নে সব কিছু দিতে রাজি প্রধানমন্ত্রী, সংবর্ধিত অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০২১, ৫:৫৩ পিএম | আপডেট : ৬:২৫ পিএম, ২৯ ডিসেম্বর, ২০২১

পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন সংবর্ধিত অতিথির বক্তব্যে বলেছেন, সিলেটের উন্নয়নের প্রতি অতি আন্তরিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিলেটের উন্নয়নে দিতে রাজি আছেন সব কিছু। না চাইতেই আমাদের অনেক কিছু দেন দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তাকে প্রদত্ত এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেছিলেন পররাষ্ট্রমন্ত্রী। এসময় তিনি বলেন, সিলেটের উন্নয়নের জন্য কোন বিবেধ সৃষ্টি করবেন না। অনেকে বলে মেয়র আরিফ এটা করেছেন, আমি বলি এটা সিটি কর্পোরেশন করছে। বর্তমান সরকার সিলেটের উন্নয়নের জন্য অনেক অর্থ দিয়েছেন। সেটা তারা খরচ করছেন বলেই কাজ হচ্ছে সিলেটে। সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলসহ সিসিকের কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে বুধবার বেলা ২টা ২০ মিনিটে ইউএস বাংলা’র একটি ফ্লাইটে পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমাবন্দরে এসে পৌঁছান।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পররাষ্ট্রমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ