Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফতুল্লায় মেয়ের খেলার সাথীকে যৌন হয়রানী, গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০২১, ৫:০০ পিএম

ফতুল্লায় মেয়ের খেলার সাথী চতুর্থ শ্রেনীর ছাত্রী (১০)কে যৌন নিপীড়নের অভিযোগে আওয়াল মিয়া (৫০) কে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃয়াল মিয়া নেত্রকোনা জেলার খলিয়াজুড়ি থানার শালদীঘাস্থ মৃত আব্দুল মিয়ার পুত্র ও ফতুল্লা থানার দাপা ইদ্রাকপুর শারজাহান রোলিং মিলস্থ সানাউল্লাহর ভাড়াটিয়া।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাতে তাকে ফতুল্লার শারজাহান রোলিং মিলস্ চন্দ্রাবাড়ী এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ছাত্রিটির পিতা বাদী হয়ে যৌন নিপীড়নের অভিযোগ এনে ফতুল্লা থানায় মামলা দায়ের করেছেন।
মানলায় উল্লেখ্য করা হয় যে,বাদীর মেয়ে স্থানীয় একটি স্কুলের চতুর্থ শ্রেনীর ছাত্রী। সে প্রায় সময় গ্রেফতারকৃতের মেয়ের সাথে খেলাধুলা করে। মঙ্গলবার বিকেলে খেলার জন্য গ্রেফতারকৃতের মেয়েকে বাসায় ডাকতে যায়।কিন্ত বাসায় তখন কেউ না থাকায় গ্রেফতারকৃত আওয়াল মিয়া মেয়ের খেলার সাথীর বান্ধবীকে জোড় পূর্বক নিজ ঘরে টেনে নিয়ে জড়িয়ে ধরে স্পর্শ কাতর স্থানে হাত বুলানোর চেস্টা করে। এ সময় সে ডাক-চিৎকার করলে আশপাশের লোক এগিয়ে এলে তাকে ছেড়ে দেওয়া হয়।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ইনচার্জ রকিবুজ্জামান জানান, অভিযুক্ত আওয়াল কে গ্রেফতার করা হয়েছে।তাকে আদালতে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ