Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফুটপাতে চাঁদাবাজী: হকার্স ও শ্রমিকলীগ নেতাসহ ৫জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

সাভার থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০২১, ৩:৫০ পিএম

ঢাকার সাভারে ফুটপাতের ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগে হকার্স লীগ ও শ্রমিক লীগের নেতাসহ ৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে বাংলাদেশ হকার্স লীগের সাভার পৌর শাখার সাংগঠনিক সম্পাদক তারেক বীন ওবায়েদ বাদী হয়ে সাভার মডেল থানায় মামলাটি দায়ের করেন। এরআগে চাঁদা তোলার সময় পুলিশ সাভার বাসস্ট্যান্ড থেকে বাংলাদেশ হকার্স লীগের সাভার উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক জুয়েলকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার অপর আসামীরা হচ্ছে, সাভার উপজেলা শাখা হকার্সলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের মোল্লা (৬৫), বাংলাদেশ হকার্স লীগের সাভার পৌর শাখার সভাপতি নজরুল (৪২), বাংলাদেশ হকার্স লীগের সাভার উপজেলা শাখার সভাপতি আতাউর (৫০) ও শ্রমিক লীগ নেতা কবির হোসেন (৩৫)।

মামলার তদন্তকারী কর্মকর্তা সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, ঢাকা-আরিচা মহাসড়কের প‚র্বপাশে ফুটপাতে হকার্স লীগের সাভার পৌর শাখার সাংগঠনিক সম্পাদক তারেক বীন ওবায়েদের শীতের কাপড়ের দোকানে হকার্স লীগের উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক জুয়েল ৫০০ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে জুয়েল তাকে বিভিন্ন ধরনের হুমকী দেয়। তখন তারেক তাকে ৫০০ টাকা দিয়ে দেয়।

চাঁদাবাজীর বিষয়টি টহলরত পুলিশ জানতে পেরে জুয়েলকে হাতেনাতে গ্রেপ্তার করে। এ সময় জুয়েলের কাছ থেকে চাঁদাবাজির আরও ৩হাজার ৯৩৫টাকা জব্দ করে পুলিশ।
জিজ্ঞাসাবাদে জুয়েল পুলিশকে জানিয়েছে সে কাদের মোল্লা, নজরুল, আতাউর ও কবীরের নির্দেশ ও তাদের সহায়তায় টাকা আদায় করে । তাকে আটকের সময় তারা ঘটনাস্থলের কাছেই ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ