Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাগরে ভাসমান ৭ জেলে উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০২১, ৭:১২ পিএম

ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে গভীর সাগরে ভাসমান সাত মৎস্যজীবীকে উদ্ধার করেছে কোস্টগার্ড। সোমবার রাতে কক্সবাজারে বঙ্গোপসাগর থেকে তাদের উদ্ধার করা হয় বলে কোস্টগার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এমভি মায়ের দোয়া সালমা নামে মাছ ধরার ট্রলারটি গত ২১ ডিসেম্বর বঙ্গোপসাগরে যায়। রোববার রাতে কক্সবাজারের সোনাদিয়া থেকে আনুমানিক ১০ নটিক্যাল মাইল দূরে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারটি ভাসতে থাকে। এতে প্রাণহানির শঙ্কায় পড়েন ট্রলারে থাকা সাতজন। ভাসতে ভাসতে ট্রলারটি সোমবার সন্ধ্যার দিকে কোস্টগার্ডের নেটওয়ার্কের মধ্যে আসে।

খবর পেয়ে কোস্টগার্ডের একটি টিম কক্সবাজার স্টেশন থেকে গভীর সাগরে গিয়ে তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহ করে। গতকাল মঙ্গলবার তাদের বাড়িতে ফেরত পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ