Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফরিদপুরে ৪ ডাকাত গ্রেফতার

ফরিদপুর উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০২১, ৬:১৩ পিএম

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় এক প্রবাসীর বাড়িতে ডাকাতির চেষ্টাকালে চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেলে চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।


গ্রেফতারকৃত ডাকাতরা হলেন- ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ব্রাম্মন্দী গ্রামের জমির মোল্যার ছেলে আবুল মোল্যা (৪১), ভদ্রকান্দা গ্রামের নূরুদ্দীন খালাসীর ছেলে ছিদ্দীক খালাসী (৪৪), সোনামুখী চর গ্রামের খালেকের ছেলে আরিফ (৩৮) ও কোতয়ালী থানার বোকাইল গ্রামের মজিবর মিয়ার ছেলে ইব্রাহিম মিয়া (৩৬)।

ওসি মো. জিয়ারুল ইসলাম জানান, গোপন তথ্য পেয়ে সোমবার (২৭ ডিসেম্বর) দিনগত রাতে চরভদ্রাসনের গাজীরটেক ইউনিয়নের চরসুলতানপুর তাহেরে ব্রিজ সংলগ্ন এলাকা থেকে ওই চার ডাকাত সদস্যকে আটক করা হয়।


তারা এলাকাটিতে এক কুয়েত প্রবাসীর বাড়িতে ডাকাতির চেষ্টা করছিল। আটকদের কাছ থেকে ছুরি, স্লাইড রেঞ্জসহ ডাকাতির সরঞ্জাম জব্দ করা হয়েছে।

এ ব্যাপারে আটক চার ডাকাতের নামে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ