Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেট নগরীতে এক কিশোরী ধর্ষণ, গ্রেফতার ধর্ষক

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০২১, ৪:৫২ পিএম

সিলেট নগরীতে ধর্ষণের শিকার হয়েছে এ কিশোরী (১৫)। অভিযুক্তকে গ্রেফতার করেছে এসএমপির জালালাবাদ থানা পুলিশ। সোমবার দিবাগত মধ্যরাতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় তাকে। তার নাম মো. সুহেল মিয়া (৪০)। নগরীর মদিনা মার্কেটের কালিবাড়ি এলাকার লতিফ মঞ্জিলের বাসিন্দা। জালালাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, ভিকটিম কিশোরী ও অভিযুক্ত সুহেল মিয়া মদিনা মার্কেট এলাকায় পাশাপাশি বাসায় বসবাস করেন। সোমবার (২৭ ডিসেম্বর) দুপুরে ওই কিশোরীকে সুহেল তার ঘরে ডেকে নিয়ে জোরপূর্বকভাবে ধর্ষণ করেন। এ বিষয়ে সোমবার রাতে ভিকটিম বাদি হয়ে জালালাবাদ থানায় মামলা দায়ের করলে অভিযান চালিয়ে রাতেই পুলিশ সুহেলকে গ্রেফতার করে। ভিকটিমকে পাঠানো হয়েছে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ