Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুষ্টিয়ার কুমারখালীতে পরাজিত প্রার্থীদের সহিংসতা!

দুজন গুলিবিদ্ধ সহ আহত ৯

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০২১, ১০:০০ পিএম

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চড় জগন্নাথপুর গ্রামের ১ নং ওয়ার্ডে ও শিলাইদহ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কল্যাণপুর গ্রামে পরাজিত ইউপি সদস্যদের সংঘর্ষে গুলিবিদ্ধ ২ জনসহ নারী ও পুরুষ মিলিয়ে ৯ জন আহত হয়েছে। এর মধ্যে চড় জগন্নাথপুরের পরাজিত ইউপি সদস্য কাশেম গ্রুপের হামলায় অপর পরাজিত ইউপি সদস্য ইসলাম সর্দারের ভাই সহ দুজন গুলিবিদ্ধ ও অপর একজন আহত হয়েছেন। সোমবার সকালে চর জগন্নাথপুর ও কল্যাণপুর গ্রামে এই ঘটনা ঘটে।

আহত হয়েছেন জগন্নাথপুর ইউনিয়নের চড় জগন্নাথপুর গ্রামের হানিফ সর্দার, হোসেন আলী ও আইয়ুব আলী। এবং শিলাইদহ ইউনিয়নের কল্যাণপুর গ্রামের শিরিনা বেগম (৫০), শেফালী খাতুন (৫০), কাজলী খাতুন (৪৮), রিফাত সরকার (৬০), আনারল হক (৩৫) ও আব্দুল হক।

জানা যায়, চরজগন্নাথপুর গ্রামের ১ নং ওয়ার্ডে ইউপি সদস্য হিসাবে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে পরাজিত দুজন কাশেম ও ইসলাম সর্দার ঘনিষ্ঠ হলেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার কারণে তাদের মধ্যে সম্পর্কের অবনতি হয়। রোববার চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে দুজনই পরাজিত হলে সোমবার সকালে এই নিয়ে দুপক্ষের মধ্যে বাক বিতন্ডার এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এসময় দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া চলাকালীন কাশেমের কর্মীরা ৫ রাউন্ড গুলি বর্ষণ করলে হানিফ সর্দার ও তার ছেলে হোসেন আলী গুলিবিদ্ধ হন। এবং মজিদ সর্দারের ছেলে আইয়ুব আলী আহত হন। আহত তিনজন কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। অপরদিকে শিলাইদহ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কল্যাণপুর গ্রামে পরাজিত ইউপি সদস্য মিরাজ হোসেনের কর্মীদের সাথে বিজয়ী ইউপি সদস্য হানিফ মোল্লার কর্মীদের সকাল থেকেই ধাওয়া পাল্টা ধাওয়া চলে। পরবর্তীতে হানিফ মোল্লার কর্মীরা মিরাজের কর্মীদের বাড়িতে হামলা চালিয়ে নারীসহ ৬ জনকে আহত করেছে। এদের মধ্যে আনারুল হকের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার জানান, দুই এলাকার আহতরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এখনো পর্যন্ত কোন পক্ষ অভিযোগ দায়ের করেনি। অপরাধীদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুষ্টিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ