পবিত্র লাইলাতুল বরাত
আজ দিবাগত রাত পবিত্র লাইলাতুল বরাত। পরম করুণাময় আল্লাহতায়ালা তার বান্দাদের গুনাহ মাফ, বিপদমুক্তি ও
বাংলাদেশে ধর্ষণের পরিসংখ্যান দেখলে যে কারোরই আতঙ্কিত হওয়ার কথা। সুস্থ মনের মানুষের ভীষণ কষ্ট পাওয়ার কথা। শহরে, গ্রামে, পাহাড়ে, সমতলে, ঘরে, বাইরে, শিক্ষা প্রতিষ্ঠানে নৃশংস নিপীড়নের শিকার হচ্ছেন নারীরা। শিক্ষিত, কর্মজীবী, গৃহবধূ, শ্রমিক যে পরিচয়েরই হোক না কেনো ধর্ষকের হাত থেকে রেহাই পাচ্ছেন না কেউ। এ নির্বিচার ধর্ষণের কারণ খুঁজে বের করার সময় কিন্তু বয়ে যাচ্ছে। কেন ধর্ষকরা দম্ভের সাথে পৈশাচিকতা দেখিয়ে দাপিয়ে বেড়াচ্ছে চারপাশে, এই প্রশ্নের উত্তর অনুসন্ধানের সময় চলে যাচ্ছে। আমরা সরকারের কাছে দ্রুত ন্যায় বিচার চাই, দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি যতদিন না হবে, ততদিন এই পিশাচদের আস্ফালন বন্ধ হবে না। অপরাধীদের উপযুক্ত শাস্তি যদি দেয়া যায়, তবেই পরবর্তী সময়ে আরেকজন অপরাধ করতে ভয় পাবে।
জেসমিন আক্তার
শিক্ষার্থী, জয়নাল হাজারী কলেজ, ফেনী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।