Inqilab Logo

শনিবার, ০১ জুন ২০২৪, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

গাজীপুরে অপহৃত শিশু চট্টগ্রামে উদ্ধার, গ্রেফতার ৩

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০২১, ৭:৪২ পিএম

গাজীপুর থেকে অপহৃত শিশু মোছাম্মৎ শামছুন নাহারকে (১২) উদ্ধার করেছে র‌্যাব-৭ চট্টগ্রাম। নগরীর ইপিজেড থানা এলাকার খান সুফিয়া ম্যানশন কাস্টমস বিল্ডিং থেকে শুক্রবার তাকে উদ্ধার করা হয়। এ সময় ঘটনায় জড়িত তিন জনকে গ্রেফতার করা হয়। উদ্ধার শামছুন নাহার গাইবান্ধা জেলার সদর থানার দক্ষিণ গিদারীর মো. শামসুল হকের মেয়ে।
তিন অপহরণকারী হলেন- নরসিংদী জেলার রায়পুরা থানার পূবেরচর এলাকার মো. বুলবুল মিয়ার ছেলে শাহ পরান (১৯), রাজবাড়ি জেলার মো. জয়নাল আবেদীনের ছেলে মো. রাহাত হোসেন (২৩) ও কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার সোলেমানপুরের আরিছা মিয়ার মেয়ে সুমা আক্তার (২০)।
র‌্যাব জানায়, গত ১৩ ডিসেম্বর শামছুন নাহার গাজীপুর থানার পশ্চিম দিঘিরচালার বাসন এলাকার বাসা থেকে খাতা-কলম কেনার জন্য বের হলে কয়েকজন তাকে অপহরণ করে। এ ঘটনায় তার পিতা শামসুল হক বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। তদন্তের এক পর্যায়ে শিশুটিকে উদ্ধার ও আসামিদের পাকড়াও করা হয়। তাদের গাজিপুর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উদ্ধার

২৬ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ