Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

রানীর প্রাসাদ থেকে অস্ত্রধারী বহিরাগত আটক

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০২১, ১১:৫৬ এএম

গতকাল শনিবার (২৫ ডিসেম্বর) ব্রিটিশ পুলিশ জানায়, খ্রিস্টান ধর্মাবম্বীদের ক্রিসমাস উৎসব চলাকালে যুক্তরাজ্যের উইন্ডসর রাজ প্রাসাদ থেকে অস্ত্রসহ এক বহিরাগত ব্যাক্তিকে আটক করেছে পুলিশ। তবে আটককৃতের কাছ থেকে কি ধরনের অস্ত্র উদ্ধার করা হয়েছে সে বিয়য়ে কিছু জানায়নি পুলিশ।
সিএনএন’র প্রতিবেদনে ব্রিটিশ পুলিশ আরো জানায়, যুক্তরাজ্যের স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে ১৯ বছর বয়সী ওই ব্যক্তি প্রাসাদ প্রাঙ্গনে প্রবেশ করে। এ সময় তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি সাউদহ্যাম্পটন শহরের বাসিন্দা। তার সম্পর্কে রাজ প্রাসাদটিতে বসবাসকারী রাজ পরিবারের সদস্যদের জানানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, এ বছর রানী এলিজাবেথ তার স্যান্ড্রিংহাম এস্টেটে বড় দিনের উৎসব কাটানোর পরিবর্তে উইন্ডসর ক্যাসেলে রয়েছেন। সূত্র : সিএনএন



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাজ্য


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ