Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বে করোনা থেকে সুস্থ হয়েছে ২৫ কোটি মানুষ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০২১, ১১:০৯ এএম

মহামারি করোনায় বিশ্বে লাখ লাখ মানুষের মৃত্যু হয়েছে। অন্য দিয়ে প্রায় ২৫ কোটির বেশি মানুষ সুস্থ হয়েছেন।

করোনার নতুন ধরন ওমিক্রনের ধাক্কায় একাধিক দেশে নতুন করে আক্রান্তের রেকর্ড তৈরি হয়েছে। একই সময়ে উল্লেখযোগ্য সংখ্যক রোগী সেরেও উঠেছেন।

পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার রবিবার সকালে জানান, এ পর্যন্ত সারা বিশ্বে ২৫ কোটি ৩৮ হাজার ১৯৮ জন মানুষ করোনায় ভুগে সুস্থ হয়েছেন।

২০১৯ সালের শেষ দিকে চীনের উহানে প্রথমবার কভিড-১৯ শনাক্ত হয় ও মৃত্যুর খবর পাওয়া যায়। পরের বছরের জানুয়ারি থেকে অন্যান্য দেশে ছড়িয়ে পড়ার খবর আসতে থাকে। এখন পর্যন্ত ২৭ কোটি ৯৮ লাখ ৪২ হাজার ৩৩৮ জন আক্রান্তের খবর পাওয়া গেছে। মারা গেছেন ৫৪ লাখ ১৩ হাজার ৩২৬ জন।

গত দুই বছরে দেশে দেশে লকডাউন, বাধ্যতামূলক স্বাস্থ্যবিধি পালন ও সর্বশেষ গণ টিকাদান সত্ত্বেও করোনা এখনো দাপট দেখিয়ে যাচ্ছে। বুস্টার ডোজের পর কোনো কোনো দেশ চতুর্থ টিকাও বিবেচনা করছে। বিশেষ করে ভাইরাসের নতুন ধরন ওমিক্রন নিয়ে নাকাল সারা বিশ্ব। এ কারণে ইউরোপ ও আমেরিকায় নতুন করে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের আক্রান্তের তালিকায় শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। মৃত্যুতেও দেশটি এক নম্বরে। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৫ কোটি ৩০ লাখ ২৬ হাজার ৭৬৫ জন। মারা গেছে ৮ লাখ ৩৭ হাজার ৭৭৯ জন।

৩ কোটি ৪৭ লাখ ৮৬ হাজার ৮০২ জন শনাক্তের হিসাব নিয়ে সংক্রমণে দ্বিতীয় ভারত। দেশটিতে মারা গেছে ৪ লাখ ৭৯ হাজার ৬৮২ জন।

তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে ২ কোটি ২২ লাখ ৩৪ হাজার ৬২৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মারা গেছে ৬ লাখ ১৮ হাজার ৪৫৭ মানুষ, যা মৃত্যুর হিসেবে বিশ্বে দ্বিতীয়।

যুক্তরাজ্যে ১ কোটি ১৮ লাখ ৯১ হাজার ২৯২ জন শনাক্তের বিপরীতে মারা গেছে ১ লাখ ৪৭ হাজার ৮৫৭ জন।

তালিকার পঞ্চম অবস্থানে থাকা রাশিয়ায় ১ কোটি ৩ লাখ ৬৮ হাজার ২৯৯ জন রোগী শনাক্ত হয়েছে, মারা গেছে ৩ লাখ ৩ হাজার ২৫০ জন।

ওয়ার্ল্ডোমিটারের তালিকায় আক্রান্তের হিসাবে বাংলাদেশের অবস্থান ৩১। সর্বশেষ ২৪ ঘণ্টার হিসেবে শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের তরফে জানানো হয়, করোনা আক্রান্ত হয়ে আরও ১ জন মারা গেছে। এ নিয়ে মোট মারা গেছে২৮ হাজার ৫৬ জন। একই সময়ে করোনা আক্রান্ত ২৭৫ জন শনাক্ত হয়েছে। মোট ১৫ লাখ ৮২ হাজার ৯৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ