Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্সবাজার সৈকতে রবিবার শুরু হচ্ছে সার্ভ হিউম্যান ফাউন্ডেশনের ৮০ কিমি পদযাত্রা

“পড়াশোনা হোক আনন্দময়” শ্লোগান

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০২১, ১০:৫০ পিএম

উদ্যমী ১০০ জন তরুণ কে নিয়ে সার্ভ হিউম্যান ফাউন্ডেশনের উদ্যোগে কক্সবাজার মেরিন ড্রাইভ টু টেকনাফ ৮০ কিলোমিটার পদযাত্রা শুরু হচ্ছে আজ ২৬ ডিসেম্বর ২০২১। কক্সবাজার মেরিন ড্রাইভ পয়েন্ট থেকে শুরু হয়ে পদযাত্রা দলটি পাঁচ দিন শেষে ৩০ ডিসেম্বর ২০২১ টেকনাফ গিয়ে তাদের কার্যক্রম শেষ করবে। “পড়াশোনা হোক আনন্দময়” এই শ্লোগানকে ধারণ করে সংস্থাটি বাংলাদেশের তরুণ সমাজকে দক্ষ ও যোগ্য করার জন্য কাজ করছে।

২০২১ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী অনলাইনে ২০০০ (দুই হাজার) জনেরও বেশি তরুণ-তরুণী সার্ভ হিউম্যান ফাউন্ডেশন থেকে ওয়েব/গ্রাফিক্স ডিজাইন/ডিজিটাল মার্কেটিং/থ্রিডি এনিমেশন/ভিডিও এডিটিং/ইংলিশ ফর ফ্রিল্যান্সিং সহ নানা বিষয়ে বিনামূল্যে প্রশিক্ষণ গ্রহণ করেছে।

সার্ভ হিউম্যান ফাউন্ডেশন তাদের কার্যক্রমকে সারা দেশের তরুণ সমাজের কাছে তুলে ধরতে এবার আয়োজন করছে কক্সবাজার মেরিন ড্রাইভ পয়েন্ট থেকে টেকনাফ উপজেলা পরিষদ কার্যালয় পর্যন্ত ৮০ কিলোমিটারের ৫ (পাঁচ) দিনব্যাপী পদযাত্রা।

"জেগে উঠি তারুণ্যের শক্তিতে” এই শ্লোগান বুকে ধারণ করে মোট ১০০ জন তরুণদের নিয়ে ০৫ (পাঁচ) দিনব্যাপী ৮০ কিলোমিটারের এই পদযাত্রা শুরু হবে ২৬ ডিসেম্বর রবিবার ২০২১ তারিখে এবং শেষ হবে ৩০ ডিসেম্বর বৃহস্পতিবার ২০২১ তারিখে।

গান কবিতা গল্প আড্ডা দিতে দিতে ১০০ জনের পদযাত্রা দলটি প্রতিদিন ২০ কিলোমিটার হাঁটবে সকালে ৭ টা থেকে ৯ টা এবং ১১ টা থেকে ১ টা এবং সন্ধ্যা ৭ টা থেকে রাত ৮ টা মোট পাঁচ ঘন্টা হাঁটা। মাঝে খাওয়া - সমুদ্রস্নান প্রার্থনা এবং উন্মুক্ত পিকআপে বা কোনো স্কুল বা কলেজ মাঠে সাউন্ড সিস্টেম যুক্ত করে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে টানা পাঁচদিন-

এই পদযাত্রা হবে আনন্দের। যারা অংশ নেবেন তারা ক্লান্ত হবেন না। সার্ভ হিউম্যান ফাউন্ডেশন বিশ্বাস করে আগামীর সুন্দর সোনার বাংলাদেশ গড়ে তোলার জন্য এদেশের শিক্ষিত তরুণ সমাজকে দক্ষ ও যোগ্য হতে হবে।

সার্ভ হিউম্যান ফাউন্ডেশন এর এই কর্মসূচি র উদ্দেশ্য হচ্ছে যারা তথ্য ও প্রযুক্তিখাতে নিজেদের দক্ষ ও যোগ্য করে গড়ে তোলার পাশাপাশি স্বেচ্ছাসেবী হিসেবে দেশের জন্য অবদান রাখতে চায় জাগিয়ে তোলা। সার্ভ হিউম্যান ফাউন্ডেশন এমন এক বাংলাদেশের স্বপ্ন দেখে যেখানে মানুষের সুকুমারবৃত্তি বিকাশের পথে কোনো বাধা থাকবে না। আমরা আরো স্বপ্ন দেখি আমাদের আগামীর বাংলাদেশ হবে তথ্যপ্রযুক্তিতে সমৃদ্ধ আধুনিক উন্নত বাংলাদেশ। আমাদের জাতি হবে জ্ঞানে-গুণে-বিদ্যা-বুদ্ধিতে সামাজিক সাংস্কৃতিক অঙ্গনসহ সর্বক্ষেত্রে এক সমৃদ্ধ জাতি। আমাদের সেই সমাজে আমরা সবাই মানুষের কল্যাণে সব কাজ করবো । যা কিছু মানুষকে অন্যায় ও অসভ্যতার দিকে ধাবিত করে তা থেকে মুক্ত থাকবে আমাদের শিল্প ও সংস্কৃতি অঙ্গন। প্রত্যেক তরুণ-তরুণীরা তাদের মেধা ও মননকে ব্যবহার করবেন মানবতার কল্যাণের পথে এবং ন্যায়ের পথে। তাদের প্রতিটি সৃষ্টিশীল কর্ম এগিয়ে নেবে সমগ্র বাংলাদেশকে।



 

Show all comments
  • MD NOOR ISLAM ১০ জুন, ২০২২, ৮:২২ পিএম says : 0
    what a unique fantastic concept.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কক্সবাজার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ