Inqilab Logo

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

নামেই বিশ্ববিদ্যালয়

চির্ঠিপত্র

| প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০২১, ১২:০৫ এএম

বিদ্যা অর্জনের সর্বোচ্চ ধাপ হলো বিশ্ববিদ্যালয়, যেখানে হরেক রকম বিদ্যার বিচার-বিশ্লেষণ ও সে বিষয়ের সর্বোচ্চ জ্ঞান অর্জন হয়। তবে দুঃখের বিষয় হলো এদেশের সর্বোচ্চ বিদ্যাপিঠগুলোর অনেকগুলো নামে মাত্র বিদ্যার চর্চা হয়। শিক্ষাবর্ষে পর শিক্ষাবর্ষ আসছে-যাচ্ছে খরচ হচ্ছে কোটি কোটি টাকা। কিন্তু তার সুফল পাচ্ছে না শিক্ষার্থীরা। প্রাপ্ত তথ্য মতে, দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় ১০৮টি পাবলিক বিশ্ববিদ্যালয় ৫০টি ও আন্তজার্তিক বিশ্ববিদ্যালয় রয়েছে ৩টি। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলতে গেলে বলতে হয়, কয়েকদিন আগের এক শিক্ষক নিয়োগ পরীক্ষার কথা, সেখানে ঢাবি সংস্কৃতি বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম হয়েও যখন সংস্কৃতি পড়তে পারার যোগ্যতা সৃষ্টি হয় না তখন বাকি বিশ্ববিদ্যালয়গুলোর কী অবস্থা, তা বলার অপেক্ষা রাখে না। এদেশের সর্বোচ্চ বিদ্যা পিঠগুলো থেকে পাস করা শিক্ষার্থীদের অধিকাংশেরই গবেষণাপত্র কপি করে তৈরি করা। ভর্তির ক্ষেত্রেও শোনা যায় নানা অনিয়মের কথা। প্রশ্ন ফাঁস, লবিং, কোটা আর কত কী! তাই শুধু বিশ্ববিদ্যালয়ের সংখ্যায় নয় মানের দিকেও নজর দিতে হবে। আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বসহকারে নেবেন।
আবু জাফর
শিক্ষার্থী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন