Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাশিয়ায় মানবাধিকার সংস্থার ওয়েবসাইট বন্ধের অভিযোগ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০২১, ৭:৫৩ পিএম

রাশিয়ায় রাজনৈতিক কারণে আটক হওয়া ব্যক্তিদের চিহ্নিতকরণ ও তাদের আইনি সহায়তা প্রদানকারী একটি মানবাধিকার সংস্থার ওয়েবসাইট বন্ধ করে দেয়া হয়েছে বলে দাবি সংস্থাটির৷

সংস্থাটির দাবি, রাশিয়ার ইন্টারনেট ও কমিউনিকেশন কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটটি বন্ধ করে দিয়েছে৷ ওভিডি-ইনফো নামের সংস্থাটি ২০১১ সাল থেকে দেশটিতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে আটক ব্যক্তিদের চিহ্নিত করা ও তাদের আইনি সহায়তা প্রদানে কাজ করছে৷

ওভিডি-ইনফো এক এক টুইট বার্তায় জানায়, ওয়েবসাইট বন্ধ করে দেয়ার বিষয়ে তাদেরকে কিছু জানানো হয়নি এবং কেন বন্ধ করা হয়েছে সে বিষয়েও কোনো ব্যাখ্যা প্রদান করেনি কর্তৃপক্ষ৷ তাদেরকে শুধু এটুকু জানানো হয়েছে যে, আদালতের নির্দেশে ওয়েবসাইটটি বন্ধ করে দেওয়া হয়েছে৷

২০১১ সালে যাত্রা শুরুর পর থেকে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল ওভিডি-ইনফো নামে বেসরকারি সংস্থাটি৷ দেশটির ২০১১ সালের নির্বাচনের পর তাদের কার্যক্রম জনপ্রিয়তা পায়৷ সেসময় তারা দেশটির নির্বাচনে কারচুপির অভিযোগে দেশজুড়ে প্রতিবাদ সমাবেশ থেকে আটক হওয়া ব্যক্তিদের নিয়ে কাজ করছিল৷

গ্রহণযোগ্যতা থাকায় রাশিয়ার বিভিন্ন গণমাধ্যমও এ সংস্থাটির তথ্য সংবাদের উৎস হিসেবে ব্যবহার করত৷ এই প্রেক্ষিতে গত সেপ্টেম্বর মাসে সুইডেনের একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার পুরষ্কার লাভ করে ওভিডি-ইনফো৷ তবে সেসময় রাশিয়া সরকার সংস্থাটি ‘বিদেশি এজেন্টের’ হয়ে করছে বলে আখ্যা দেয়৷

উল্লেখ্য রাশিয়াতে প্রতিনয়তই গণমাধ্যম ও মানবাধিকার সংস্থাগুলোর উপর সরকারের চাপ বাড়ছে৷ গত শুক্রবার দেশটির দুটি মানবাধিকার সংস্থাকে ‘বিদেশি এজেন্ট’ বলে ঘোষণা দেয় দেশটির বিচার মন্ত্রণালয়৷ সূত্র: এপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ