Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সপ্তাহজুড়ে পঞ্চগড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০২১, ১১:০৭ এএম

টানা এক সপ্তাহ অতিবাহিত হতে চলছে কিন্তু কমছে না শীতের প্রকোপ। এতে দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়ার সাধারণ মানুষ।

জানা যায়, বাংলাদেশের উত্তরের জেলা পঞ্চগড়ে সপ্তাহজুড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। শীতের তীব্রতা প্রকট হচ্ছে। পৌষের শীতে হিমেল বাতাসে জবুথবু অবস্থায় দুর্ভোগে দিন কাটছে ছিন্নমুল ও নিম্ন আয়ের মানুষেরা।

বিশেষ করে হিমেল হাওয়ায় কাবু হয়ে যাচ্ছে জনজীবন। দিনের বেলায় কুয়াশা না থাকলেও হিমেল হাওয়া বয়ে যাওয়ার কারণে প্রচন্ড শীত অনুভুত হচ্ছে। শীত প্রবন এই জেলায় গত দুই সপ্তাহ জুড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। ৮ থেকে ৯ ডিগ্রিতে তাপমাত্রা উঠানামা করছে।

শুক্রবার (২৪ ডিসেম্বর) সকাল ছয়টায় ৮ দশমিক ৮ ডিগ্রি এবং সকাল নয়টায় তাপমাত্রা কমে গিয়ে ৮ দশমিক ৩ ডিগ্রী রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। গতকাল তাপমাত্রা ছিল ৮ দশমিক ৭ ডিগ্রি। দিনের সর্বোচ্চ তাপমাত্রাও কমে গিয়ে ২৪ থেকে ২৫ ডিগ্রির ঘরে দাঁড়িয়েছে। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৮ দশমিক ৭ ডিগ্রী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পঞ্চগড়

২৪ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ