Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডাক্তার, হাসপাতাল এবং ওষুধ কোম্পানি

| প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০২১, ১২:০৪ এএম

সরকারি বা বেসরকারি সব ধরনের হাসপাতালেই একটা চিত্রের সাথে কম-বেশি সবাই আমরা পরিচিত। সেটা হলো ডাক্তারের রুম থেকে রোগী তার ব্যবস্থাপত্র নিয়ে বের হওয়ার সাথে সাথে বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধি রোগীর ব্যবস্থাপত্র নিয়ে টানাহেঁচড়া করা এবং রোগীর অনিচ্ছা সত্ত্বেও ব্যবস্থাপত্রের ছবি তুলে নেওয়া। কিছু কিছু ঔষধ কোম্পানির প্রতিনিধিরা তাদের কোম্পানির ঔষধ কিনতে প্রভাবিত করে এবং রোগীকে বিভ্রান্ত করে। ব্যবস্থাপত্র একজন রোগীর ব্যক্তিগত জিনিস। কোনো ব্যক্তির অনিচ্ছায় তার ব্যক্তিগত কোনো জিনিসের ছবি তোলা একটা অপরাধ। তবুও তারা এই কাজটা হরহামেশাই করে যাচ্ছেন। বেসরকারি হাসপাতালে এই ব্যাপারটা বন্ধ করতে প্রয়োজন হাসপাতাল কর্তৃপক্ষের সদিচ্ছা এবং ডাক্তারদের সহযোগিতা। সরকারি হাসপাতালে প্রবেশের অনুমতি না থাকে সত্ত্বেও কীভাবে তারা এই ভোগান্তির সৃষ্টি করে সেটা একটা বড় প্রশ্ন। এছাড়াও রয়েছে ডাক্তারদের প্রয়োজনের অতিরিক্ত ঔষধ লেখার প্রবণতা। আর এর নেপথ্যে রয়েছে বিভিন্ন ঔষধ কোম্পানি ও তার প্রতিনিধিরা। পরিশেষে এই সমস্যা থেকে উত্তরণের জন্য সরকারি-বেসরকারি সব ধরনের ডাক্তারদের সাহায্য কামনা করছি এবং সরকারি হাসপাতালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপ কামনা করছি।

সাজ্জাদ হুসাইন
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।



 

Show all comments
  • Sworna ২৫ ডিসেম্বর, ২০২১, ১২:৩৬ এএম says : 0
    Bat.jor.ar.injection.ki.nam.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন