মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাজ্যে গত একদিনে লক্ষাধিক করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এই প্রথমবারের মতো দেশটিতে এই পরিমাণ করোনা রোগী শনাক্ত করা হলো। এদিকে পুরো যুক্তরাজ্যজুড়ে বেড়ে চলছে করোনার অতিসংক্রামক ধরন। গতকাল বুধবার যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে।
যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়, গত একদিনে এক লাখ ৬ হাজার ১২২ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। ইউরোপের দেশগুলোর মধ্যে করোনায় সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে যুক্তরাজ্য। দেশটিতে এ পর্যন্ত করোনায় এক লাখ ৪৭ হাজার ৫৭৩ জনের মৃত্যু হয়েছে। যুক্তরাজ্যে এ পর্যন্ত এক কোটি ১০ লাখের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এমন পরিস্থিতিতে যুক্তরাজ্য সরকার সবাইকে করোনা টিকার বুস্টার ডোজ দেওয়ার আহ্বান জানিয়েছেন। দেশটিতে এ পর্যন্ত তিন কোটির বেশি মানুষকে বুস্টার ডোজ দেওয়া হয়েছে। সূত্র : রয়টার্স
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।