Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সব রেকর্ড ভেঙে যুক্তরাজ্যে একদিনে লক্ষাধিক করোনা রোগী শনাক্ত

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০২১, ১০:৪৩ এএম

যুক্তরাজ্যে গত একদিনে লক্ষাধিক করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এই প্রথমবারের মতো দেশটিতে এই পরিমাণ করোনা রোগী শনাক্ত করা হলো। এদিকে পুরো যুক্তরাজ্যজুড়ে বেড়ে চলছে করোনার অতিসংক্রামক ধরন। গতকাল বুধবার যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে।
যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়, গত একদিনে এক লাখ ৬ হাজার ১২২ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। ইউরোপের দেশগুলোর মধ্যে করোনায় সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে যুক্তরাজ্য। দেশটিতে এ পর্যন্ত করোনায় এক লাখ ৪৭ হাজার ৫৭৩ জনের মৃত্যু হয়েছে। যুক্তরাজ্যে এ পর্যন্ত এক কোটি ১০ লাখের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এমন পরিস্থিতিতে যুক্তরাজ্য সরকার সবাইকে করোনা টিকার বুস্টার ডোজ দেওয়ার আহ্বান জানিয়েছেন। দেশটিতে এ পর্যন্ত তিন কোটির বেশি মানুষকে বুস্টার ডোজ দেওয়া হয়েছে। সূত্র : রয়টার্স



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ