Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কয়েন সাজিয়ে গিনেস বুকে বরিশালের নিপা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০২১, ৯:৫৪ এএম

এক মিনিটে এক হাত ব্যবহার করে একটার ওপর আরেকটি কয়েন সাজিয়ে গিনেস বুকে রেকর্ড করেছেন বরিশালের তরুণী নুসরাত জাহান নিপা (৩০)। এক মিনিটে ৭১টি কয়েন টাওয়ার আকারে সাজিয়ে তিনি এ রেকর্ড গড়েছেন।

এর আগে এক মিনিটে সবচেয়ে বেশি কয়েন সাজানোর রেকর্ডটি ছিল ইতালির সিলভিও সাবা নামে এক যুবকের। সিলভিও ৬৯টি কয়েন সাজিয়ে ২০১৫ সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেয়েছিলেন। ‘মোস্ট কয়েন স্ট্রাকড ইন টু এ টাওয়ার’ ক্যাটাগরিতে ইতালির সিলভিওর চেয়ে দুইটি কয়েন বেশি সাজিয়ে নুসরাত জাহান নিপা এখন সেই রেকর্ডের মালিক। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস থেকে পাঠানো স্বীকৃতিপত্র মঙ্গলবার হাতে পেয়েছেন নুসরাত জাহান নিপা।

নুসরাত জাহান নিপা বরিশাল নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল সংলগ্ন লুৎফর রহমান সড়কের বাসিন্দা ও ব্যাংক কর্মকর্তা কাজী সামশুজ্জামানের স্ত্রী।

নগরীর দক্ষিণ সাগরদী এলাকার দেওয়ান আব্দুর রশিদ ও পারভীন আক্তার দম্পতির একমাত্র মেয়ে নুসরাত জাহান সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ থেকে রসায়নে মাস্টার্স শেষ করে বর্তমানে বেসরকারি একটি উন্নয়ন সংস্থায় (এনজিও) চাকরি করছেন।

নুসরাত জাহান নিপা জানান, ২০২০ সালে করোনা সংক্রমণের সময় লকডাউনে বাসায় অলস সময় পার করছিলাম। তখন ইউটিউবে ইতালির সিলভিও সাবার টাওয়ার আকারে কয়েন সাজানো ভিডওটি চোখে পড়ে। তখন আমিও একটার ওপর আরেকটি কয়েন সাজাতে শুরু করি। মাসখানেক নিয়মিত অনুশীলন করেছি। লকডাউনের পর ব্যস্ততার কারণে অনুশীলন আর করা হয়নি।

এ বছরের মার্চ মাস থেকে ফের কয়েন নিয়ে অনুশীলন শুরু করি। জানতাম গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পাওয়া কঠিন বিষয়। এজন্য নিয়মিত অনুশীলন ও একনিষ্ঠ মনোযোগ দরকার। তাই একাগ্রতা দিয়ে অনুশীলন করতে থাকি। অবশেষে সফলতা আসে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গিনেস

২৪ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ