Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস হল অফ ফেইম ২০২২’তে বিটিএস

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০২১, ১২:০২ এএম

সারা দুনিয়া জয় করার পর দক্ষিণ কোরিয়ার পপ ব্যান্ড বিটিএস ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস হল অফ ফেইম ২০২২’তে স্থান করে নিয়েছে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ জানিয়েছে বিটিএস ২৩টি রেকর্ডের অধিকারী হয়ে এই সম্মান অর্জন করেছে। ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লেকে হারিয়ে তারা স্পটিফাইতে সর্বোচ্চ স্ট্রিমড গ্রুপ হয়েছে। ইনস্টাগ্রামে হয়েছে সবচেয়ে বেশি ফলো করা গ্রুপ। টুইটারে তারা সংশ্লিষ্টতার ক্ষেত্রে (গড় রিটুইট) তারা শীর্ষে স্থান পেয়েছে (এই নিয়ে চারবার)। ২০২১-এ মুক্তি পাওয়া তাদের ‘বাটার’ গানটিই শুধু পাঁচটি রেকর্ডের অধিকারী। এর মধ্যে আছে প্রিমিয়ারে সর্বোচ্চবার ভিউ করা গান এবং স্পটিফাইতে ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি স্ট্রিম হওয়া গান। বিটিএস টিকটকে দ্রুততম সময়ে মিলিয়ন ফলোয়ার পেয়ে রেকর্ড সৃষ্ট করে; তাদের বর্তমান টিকটক ফলোয়ার ৪০ মিলিয়ন। স্ট্রিম হওয়া কনসার্টের টিকিট বিক্রিতেও শীর্ষে তারা (৭ লক্ষ ৫৬ হাজার)। ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস হল অফ ফেইম’-এ অতীত ও বর্তমানের সর্বোচ্চ সাফল্য অর্জনকারীদেরই শুধু স্থান দেয়া হয়। বিশেষ কে যারা তাদের ক্ষেত্রে ইতিহাস সৃষ্ট করে বা নতুন ধারা সৃষ্টি করে তারাই সম্মান লাভ করে থাকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস হল অফ ফেইম ২০২২
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ