Inqilab Logo

বুধবার ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩ আশ্বিন ১৪৩১, ১৪ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

লিবিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন স্থগিত হওয়ায় সংঘর্ষের আশংকা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০২১, ১০:০৮ পিএম

লিবিয়ার নির্বাচনী বোর্ড আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন অন্তত এক মাসের জন্য স্থগিত করার প্রস্তাব দিয়েছে। আগামী শুক্রবার এ নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল। বোর্ড বলেছে, আগামী ২৪ জানুয়ারি প্রেসিডেন্ট নির্বাচনের নতুন তারিখ ঠিক করা যেতে পারে।

আজ (বুধবার) লিবিয়ার হাই ন্যাশনাল ইলক্ট্রোরাল কমিশন এই বক্তব্য দিয়েছে। এর আগে নির্বাচন পর্যবেক্ষণের দায়িত্বে থাকা দেশটির সংসদীয় কমিটি বলেছে, শুক্রবার নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ করা অসম্ভব ব্যাপার।

কমিটি বলেছে, “টেকনিক্যাল, জুডিশিয়াল ও নিরাপত্তা বিষয়ক প্রতিবেদন যাচাই করে আমরা নির্বাচনী আইন অনুসারে ইলেক্ট্রোরাল বোর্ডকে ২৪ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠানের অসম্ভাব্যতা নিয়ে জানিয়েছি।” সংসদীয় কমিটি জাতীয় সংসদের স্পিকারকে লেখা এক চিঠিতে একথা জানিয়েছে।

চলতি সপ্তাহের প্রথম দিকে প্রেসিডেন্ট প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা ছাড়াই হাই ন্যাশনাল ইলক্ট্রোরাল কমিশন দেশব্যাপী ইলেক্ট্রোরাল কমিটি বাতিলের নির্দেশ দিয়েছে। কমিশনের এই পদক্ষেপের অর্থ ছিল দেশটিতে নির্বাচন স্থগিত হয়ে যাওয়া।

এদিকে, নির্বাচন স্থগিত হয়ে যাওয়ার প্রেক্ষাপটে লিবিয়ায় সংঘর্ষ ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ার আশংকা দেখা দিয়েছে।

সূত্র: পার্সটুডে



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লিবিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ