Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আধুনিক ভার্সনের মিসাইল বাবর পরীক্ষা পাকিস্তানের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০২১, ১২:০২ এএম

পরমাণু বোমা বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র পরীক্ষা শুরু হয়েছে বিভিন্ন দেশে। এরই মধ্যে পাকিস্তানও তাদের ক্রুজ মিসাইলের পরীক্ষা শুরু করেছে। খবরে বলা হয়, দেশীয়ভাবে তৈরি আরো উন্নত ও আধুনিক ভার্সনের বাবর ক্রুজ মিসাইল পরীক্ষা করেছে পাকিস্তান। মঙ্গলবার পাকিস্তানি কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এ ক্রুজ মিসাইলের (ক্ষেপণাস্ত্র) পাল্লা আগের ভার্সনগুলোর থেকে বেশি। এ ক্ষেপণাস্ত্রের নাম রাখা হয়েছে জহিরউদ্দিন মোহাম্মদ বাবরের নাম অনুসারে। তিনি ভারতে মোগল রাজবংশের প্রতিষ্ঠাতা। এ ক্ষেপণাস্ত্রের প্রকৃত পাল্লা ৭০০ কি.মি. (৪৩৫ মাইল)। তবে পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইংয়ের ওই বিবৃতিতে এ ক্ষেপণাস্ত্রের আরো উন্নত ও আধুনিক ভার্সনের পাল্লা জানানো হয়নি। পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, এ উন্নত ভার্সনের বাবর ক্রুজ মিসাইলগুলো স্থল ও সমুদ্রের যেকোনো লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আক্রমণ করতে পারে। বাবর ক্রুজ মিসাইল উৎক্ষেপণের সময় পাকিস্তান সেনাবাহিনীর কৌশলগত পরিকল্পনা দফতরের প্রধান লেফটেন্যান্ট জেনারেল নাদিম জাকি মঞ্জ তার ভাষণে বলেন, এ ক্রুজ মিসাইল উৎক্ষেপণ পরীক্ষা পাকিস্তানের কৌশলগত নিরাপত্তাকে আরো শক্তিশালী করবে। পাকিস্তানের রাষ্ট্রপতি আরিফ আলভি, প্রধানমন্ত্রী ইমরান খান, জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান ও দেশটির তিন বাহিনীর প্রধানরা এ সফল মিসাইল উৎক্ষেপণ পরীক্ষাকে স্বাগত জানিয়েছেন। একইসাথে তারা এ ক্রুজ মিসাইল পরীক্ষার সাথে সংশ্লিষ্ট বিজ্ঞানী ও প্রকৌশলীদের ধন্যবাদ দেন। ইয়েনি শাফাক।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ