Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুষ্টিয়ার দৌলতপুর থানা পুলিশ কর্তৃক হত্যা মামলার যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামি গ্রেফতার

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০২১, ৩:৩৬ পিএম

২০১২ সালে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার অন্তর্ভুক্ত ভারতের সীমান্তবর্তী জামালপুর গ্রামে পিয়াজের চপ খাওয়াকে কেন্দ্র করে আসামি মোঃ সাইদুর রহমান (৭০), পিতা মৃত মকলেছ মন্ডল গং একই গ্রামের ইসমাইল হোসেন এর ছেলে ইমার আলী (২০) কে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। এই ঘটনায় হত্যা মামলা রুজু হলে মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে গ্রেফতারকৃত আসামিসহ তার সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করেন। মামলাটির বিচারকালে প্রাপ্ত সাক্ষ্য প্রমানে আসামিদের বিরুদ্ধে সন্দেহাতীতভাবে পেনালকোড ৩০২ ধারার অপরাধ প্রমানিত হওয়ায় বিজ্ঞ আদালত গ্রেফতারকৃত আসামি মোঃ সাইদুর রহমান কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ২৫০০০ টাকা জরিমানা অনাদায়ে ১ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। আসামি পলাতক থাকায় বিজ্ঞ আদালত গ্রেফতারী পরোয়ানা জারি করেন।

কুষ্টিয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ খায়রুল আলম এর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) কুষ্টিয়া জনাব মোঃ ইয়াসির আরাফাত এর দিক নির্দেশনায় দৌলতপুর থানার অফিসার ইনচার্জ জনাব এসএম জাবীদ হাসান এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে দৌলতপুর থানার এএসআই মোঃ জাহিদুল ইসলাম ও এএসআই মোঃ সবুজ হোসেন এবং মোঃ তুহিন হোসেন গোপন সংবাদ এর ভিত্তিতে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ