Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রার্থীরা হতাশায় পুলিশ ভেরিফিকেশন নিয়ে

৩৮ হাজার শিক্ষক নিয়োগ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০২১, ১২:০১ এএম

করোনাভাইরাসের কারছে প্রায় দেড় বছর সরকারি চাকরিতে নিয়োগ বন্ধ ছিল। অথচ নিয়োগজটে আটকা পড়েছেন বেসরকারি শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তরা। প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্ত হওয়ার পর পাঁচ মাস কেটে গেলেও পুলিশ ভেরিফিকেশন না হওয়ায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৮ হাজার শিক্ষক নিয়োগ প্রক্রিয়া স্থবির হয়ে আছে।
জানা গেছে, ৩৮ হাজারের মধ্যে ৩২ হাজার ২৮৩টি ফরম পুলিশ ভেরিফিকেশনের জন্য পাঠানো হয়েছে। তবে সেগুলো এখনো ফেরত আসেনি। ফলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) নিয়োগের চ‚ড়ান্ত সুপারিশ করতে পারছে না। তাতে হতাশ নিয়োগপ্রার্থীরা।

এনটিআরসিএ সূত্রে জানা যায়, ২০১৮ সালের জুন মাস পর্যন্ত শূন্যপদ ধরে গত ৩০ মার্চ তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে ৫৪ হাজার ৩০৪টি পদ ফাঁকা ছিল। ১৫ জুলাই তৃতীয় গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ করা হয়। তবে ৫১ হাজার ৭৬১টি পদে সুপারিশের কথা থাকলেও ৩৮ হাজার ২৮৬ জন প্রার্থীকে সুপারিশ করা হয়েছে। এর মধ্যে এমপিওভুক্ত প্রতিষ্ঠানে ৩৪ হাজার ৬১০ জনকে এবং নন-এমপিভুক্ত প্রতিষ্ঠানে ৩ হাজার ৬৭৬ জনকে সুপারিশ করা হয়েছে। আর ৮ হাজার ৪৪৮টি পদে কোনো আবেদন না পাওয়ায় এবং ৬ হাজার ৭৭৭টি নারী কোটা পদে নারী প্রার্থী না পাওয়ায় মোট ১৫ হাজার ৩২৫টি পদে ফলাফল দেওয়া সম্ভব হয়নি। এরপর প্রায় পাঁচ মাস কেটে গেলেও স্থবির হয়ে আছে নিয়োগ প্রক্রিয়া।

জানা গেছে, প্রাথমিক সুপারিশপ্রাপ্ত হয়েও পুলিশ প্রত্যয়ন ফরম না পাঠানো ৫ হাজার ২৯৫ জনের তালিকা উল্লেখ করে তাদের ২৬ ডিসেম্বরের মধ্যে ভি-রোল পাঠানোর নির্দেশ দিয়ে অফিস আদেশ জারি করেছে এনটিআরসিএ।
জানতে চাইলে এনটিআরসিএ সচিব ওবায়দুর রহমান বলেন, আমরা যাদের ফরম পাইনি ওয়েবসাইটে তাদের রোল নম্বর দিয়েছি। তারা ২৬ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। এরই মধ্যে আড়াই হাজারের মতো ফরম পেয়েছি। নির্দিষ্ট সময় পর্যন্ত যেসব আবেদন পাব আমরা সেগুলো ভেরিফিকেশনের জন্য পাঠিয়ে দেব। এরই মধ্যে অনেকগুলো ভেরিফিকেশন হয়ে গেছে। সবগুলো এলে আমরা নিয়োগ প্রক্রিয়া শুরু করব।
এই ৩২ হাজার ও পরবর্তী ফরমগুলো এলে এক সঙ্গে নিয়োগ হবে নাকি আগে পরে হবে জানতে চাইলে সচিব বলেন, আমরা এখনো সিদ্ধান্ত নেইনি। এ বিষয়ে আমরা মন্ত্রণালয়ে বলব, তারপর সিদ্ধান্ত হবে। তবে আগে পরে নিয়োগ হতে পারে।

নিয়োগ প্রত্যাশীরা ক্রমান্বয়ে হতাশ হয়ে পড়ছেন। একাধিক নিয়োগপ্রত্যাশি বলেন, মুজিববর্ষে ৩৮ হাজার শিক্ষক নিয়োগের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয় মুজিববর্ষকে স্মরণীয় করে রাখতে চেয়েছিল। কিন্তু তারা তাতে ব্যর্থ হয়েছে। এ বিষয়ে মন্ত্রণালয় ও এনটিআরসিএর সদিচ্ছা ছিল বলেও মনে হয় না।
জানা গেছে, পুলিশ ভেরিফিকেশনের কাজটি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ। এটা সম্পন্ন করে পুলিশের বিশেষ শাখা (এসবি)। ইউনিয়ন পরিষদ নির্বাচনসহ বিভিন্ন কারণে পুলিশ ভেরিফিকেশনের কাজ শেষ হতে দেরি হচ্ছে। তার মাশুল দিচ্ছেন নিয়োগপ্রার্থীরা।

জানতে চাইলে সুরক্ষা সেবা বিভাগের নিরাপত্তা ও বহিরাগমন অনুবিভাগের দায়িত্বে থাকা অতিরিক্ত সচিব আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী বলেন, আমরা ৩২ হাজারের বেশি ফরম পেয়েছি। আমরা সেগুলো সব ডিভিশনে ভেরিফিকেশনের জন্য পাঠিয়ে দিয়েছি। ভেরিফাই শেষ হলে আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়ে দেব। তদানুযায়ী তারা নিয়োগের ব্যবস্থা নেবে।



 

Show all comments
  • Abdus salam fakir ২২ ডিসেম্বর, ২০২১, ১০:২৮ এএম says : 0
    Thaks Inqilab. Well news.
    Total Reply(0) Reply
  • Mahabub-uzzaman Ashik ২২ ডিসেম্বর, ২০২১, ১২:৩৩ পিএম says : 0
    দেখার কেউ নাই
    Total Reply(0) Reply
  • সোলায়মান ২২ ডিসেম্বর, ২০২১, ১২:৪৯ পিএম says : 0
    ভেরিফিকেশনের ভোগান্তি খুবই দুঃখজনক। অনতিবিলম্বে এর একটি সমাধান হওয়া জরুরী
    Total Reply(0) Reply
  • টয়া ২২ ডিসেম্বর, ২০২১, ১২:৫০ পিএম says : 0
    নিয়োগ প্রত্যাশীরা ক্রমান্বয়ে হতাশ হয়ে পড়ছেন।
    Total Reply(0) Reply
  • শান্তা ২২ ডিসেম্বর, ২০২১, ১২:৫২ পিএম says : 0
    এমনিতেই চাকরি সোনার হরিণ! তারপর আবার চাকরি পাওয়ার পরে এত ভোগান্তি! এটা কোনভাবে মেনে নেয়া যায় না
    Total Reply(0) Reply
  • নিরুপম দেব। ২২ ডিসেম্বর, ২০২১, ১:০৭ পিএম says : 0
    সরকার দেখছে আমলা ও মন্ত্রিদের স্বার্থ।সাধারণ মানুষদের দুর্দশা তাঁদের নজরে পড়ে না।
    Total Reply(0) Reply
  • Mahbub Masum ২২ ডিসেম্বর, ২০২১, ১:১৬ পিএম says : 0
    সরকারের নিকট বিনীত আবেদন এভাবে চাকরীপ্রার্থীদের মানসিক,আর্থিক পেরেশানি দিবেন না।এভাবে আজ পর্যন্ত বাংলাদেশে কেউ চাকরিতে ঢোকেনি।যেভাবে ৩য় গনবিজ্ঞপ্তিতে শিক্ষক হতে হচ্ছে।
    Total Reply(0) Reply
  • Md Abdul kuddus ২২ ডিসেম্বর, ২০২১, ৩:৪১ পিএম says : 0
    পিএসসির আন্ডারে ও এত কড়াকড়ি ভাবে নিয়োগ প্রক্রিয়া দেখা যায়নি
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুলিশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ