বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় জাহাঙ্গীর আলমকে ছুরিকাঘাতে খুনের ঘটনায় ঢাকা থেকে দুই ভাই মো. রুবেল (২৩) ও মো. ইয়াছিনকে (২৫) গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার দুই জন কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা গ্রামের নাছির উদ্দিনের ছেলে। এদের মধ্যে ইয়াছিন অটোরিকশা চালক এবং রুবেল কিশোর অপরাধী গ্রুপের নেতা বলে র্যাব জানিয়েছে। ১০ দিন আগে ওই ব্যক্তিকে ছুরিকাঘাতের পর তারা পালিয়ে ঢাকায় গিয়ে বিভিন্নস্থানে আত্মগোপন করে থাকেন বলে র্যাব কর্মকর্তারা জানিয়েছেন।
মঙ্গলবার ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে দুই ভাইকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৭ এর সদর ইউনিটের কোম্পানি কমান্ডার পুলিশ সুপার তাহিয়াদ আহমেদ চৌধুরী। র্যাব ও কর্ণফুলী থানা যৌথভাবে ওই অভিযান পরিচালনা করে । ১১ ডিসেম্বর রাতে কর্ণফুলী থানার মইজ্যারটেকের অদূরে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের বাসিন্দা জাহাঙ্গীর আলম (৪৫) ছুরিকাঘাতের শিকার হন। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান।
ছুরিকাঘাতের পরদিন জাহাঙ্গীরের স্ত্রী নুরতাজ বেগম বাদী হয়ে ইয়াছিন ও রুবেলসহ ১০ জনের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মামলা দায়ের করেন। ছুরিকাঘাতের পর রাতেই ইয়াছিন-রুবেলসহ ঘটনায় জড়িতরা এলাকা ছেড়ে যায়। ইয়াছিন ও রুবেল ঢাকায় চলে যায়। তারা গত দশ দিন ধরে বিভিন্নসময় ঢাকার আমিনবাজার, আশুলিয়া, টঙ্গী, উত্তরা এলাকায় অবস্থায় নিয়ে নিজেদের আড়াল করে রাখে। দুই দিন ধরে ঢাকায় অভিযান করা হচ্ছে। কিন্তু, বারবার অবস্থান পরিবর্তনের কারণে তাদের ধরা যায়নি। সর্বশেষ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে কমলাপুর রেলস্টেশনে তাদের অবস্থান শনাক্ত করে দ্রুততার সঙ্গে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।