বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নেছারাবাদ উপজেলার সুটিয়াকাঠিতে আজমল হোসেন(৫৩) নামে এক ব্যবসায়ির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে তার বাড়ীর দোতলার ঘরের ফ্যানের সাথে খাটের পাশে তার ঝুলন্ত লাশ দেখতে পায় স্বজনরা। ডাক চিৎকার দিলে এলাকাবাসী থানায় খবর দেয়। ইন্সপেক্টর তদন্ত মো. সোলায়মানের নেতৃত্বে পুলিশ লাশ উদ্ধার করেন। আজমল হোসেন ওই গ্রামের ৯নং ওয়ার্ডের মৃত লুৎফর রহমানের ছেলে। আজমল হোসেন এলাকার একজন পরিচিত কাঠব্যবসায়ি।
আজমলের বোন লায়লা ও ফাতেমা সহ স্বজনদের দাবি আজমল আত্মহত্যা করতে পারেন না। তাদের অভিযোগ কেউ তাকে মেরেছে। কারো সাথে আজমলের কোন শত্রুতা ছিল কিনা তা কেউ নির্দিষ্ট করে বলেননি। তার স্বজনরা ইউডি মামলা না করতে উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হকের কাছে জানিয়েছেন।
উপজেলা চেয়ারম্যান আব্দুল হক বলেন, পুলিশ আইন মোতাবেক কাজ করবে। লাশ ময়না তদন্ত করলে সব বেরিয়ে আসবে।
পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠিয়েছেন।
ইন্সপেক্টর তদন্ত মো. সোলায়মান বলেন, এখনই কিছু বলা যাচ্ছে না। লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।