Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে স্বপ্নে দেখে বোন জামাইর শিশু ভাগ্নেকে খুন করলো এক পাষন্ড

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০২১, ২:০৫ পিএম

সুনামগঞ্জের জামালগঞ্জে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে বোন জামাইয়ের ভাগ্নে এক শিশুকে দা দিয়ে কুপিয়ে খুন করার ঘটনা ঘটেছে। আজ (সোমবার) সকাল ১০টায় উপজেলার সদর ইউনিয়নের পূর্বলক্ষীপুর গ্রামে ঘটেছে মর্মান্তিক এ ঘটনা। খুন হওয়া শিশু রিহান (৮) পূর্বলক্ষীপুর গ্রামের হানিফ উদ্দিনের পূত্র। খুনের ঘটনার সত্যতা নিশ্চিত করে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোহাম্মদ আব্দুন নাসের বলেন, ‘স্থানীয়দের সহযোগিতায় খুনিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় সূত্র জানায়, পার্শ্ববর্তী তাহিরপুর উপজেলা থেকে তৌহিদ (২৮) বেড়াতে যান ইউনিয়নের পূর্বলক্ষীপুর গ্রামে বোনের বাড়িতে। আজ সকালে আকস্মিকভাবে তার বোন জামাই হাবিব মিয়ার বোনের পূত্র রিহানকে দা দিয়ে কুপিয়ে খুন করেন তৌহিদ। এই ঘটনায় ঘাতক তৌহিদকে আটক করেছে নিহতের পরিবার ও স্থানীয়রা। কী কারণে এই খুন, তা এখন অবধি নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, তৌহিদ মানসিক ভারসাম্যহীন। স্থানীয় ইউপি সদস্য ইমামুল বলেন, ‘ মনে হচ্ছে ছেলেটি মানসিক ভারসাম্যহীন। সে গত বৃহস্পতিবার পার্শ্ববর্তী উপজেলা থেকে বোন জামাইয়ের বাড়িতে বেড়াতে আসে। সে স্থানীয় বাজার থেকে একটি দা কিনে আনে। আর এই দা দিয়েই সে কুপিয়ে খুন করেছে তার বোন জামাইয়ের ভাগ্নেকে।’ তিনি আরও বলেন, ‘খুনের পর আটককৃত তৌহিদ জানিয়েছে, প্রায়ই স্বপ্নে দেখে কে বা কারা দা দিয়ে তাকে তাড়া করে বেড়ায়। তাই আক্রমণ প্রতিহত করতে কিনে আনা দাটি নিজের বালিশের নিচে রেখে ঘুমাতে যায়। সোমবার সকালেও স্বপ্ন দেখে ঘুম থেকে জেগে তার সামনে আসতে দেখে শিশুটিকে দা দিয়ে অতর্কিত হামলা করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুন

২৪ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ