Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফের লকডাউনের আশংকা ভারতে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০২১, ১১:৩৩ এএম

ওমিক্রন ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে ভারতে। আর এতে দিশেহারা দেশটির মোদি সরকার। কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছে না। এদিকে বিশ্বের ৭৯টি দেশে ডেলটার থেকেও সংক্রামক ওমিক্রন ভাইরাস রীতিমতো ত্রাহি ত্রাহি রব তুলেছে।

ইউরোপের অধিকাংশ দেশ লকডাউন এর রাস্তায় ফিরছে৷ ভারতেও লকডাউন এর আশংকা প্রবল হচ্ছে৷ কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ রবিবার রাজ্যগুলিকে একটি বার্তা পাঠিয়ে বলেছেন, এখনই ভীত হওয়ার কারণ নেই। কিন্তু, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সপ্তাহন্তিক লকডাউন এর কথা রাজ্যগুলি ভাবতে পারে৷ দক্ষিণ আফ্রিকায় ভয়ঙ্কর ওমিক্রন ভাইরাস এর সন্ধান পাওয়া যায় ২৪ নভেম্বর।

ভারতে প্রথম ওমিক্রন এর সন্ধান মেলে ২ ডিসেম্বর৷ ভারতে বর্তমানে ১৪৫ জন ওমিক্রন আক্রান্ত আছে৷ এর মধ্যে মহারাষ্ট্রে সর্বাধিক ৪৮জন, দিল্লিতে ১২জন, রাজস্থানে ১৭জন, কর্ণাটকে ১৪জন, তেলেঙ্গানায় ২০জন, গুজরাটে ৯জন, কেরালায় ১১জন এবং অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু ও চন্ডিগড় এ ১জন করে ওমিক্রন আক্রান্ত আছেন৷ ভয়াবহ সংক্রামক এই রোগ আরও ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে৷ রবিবার কলকাতার পুরভোটের দিন শহরে সংক্রমণ বেড়ে ১৪৫ হয়েছে ৷



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওমিক্রন

১০ ফেব্রুয়ারি, ২০২২
৪ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ