Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শঙ্খ নদীর সঙ্কট

মুহাম্মদ মিজানুর রহমান | প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০২১, ১২:০৬ এএম

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের পাশ দিয়ে বয়ে গেছে প্রমত্তা শঙ্খ নদী। বর্ষাকাল এলেই শঙ্খ নদীর কোনো না কোনো অংশে ভাঙ্গন দেখা দেয়। বিভিন্ন জায়গায় সিসি বøক দিয়ে ভাঙ্গন ঠেকানোর চেষ্টাও আছে। তবে স্থানীয় পর্যায়ে অবৈধভাবে বালু উত্তোলন ও বর্ষার পাহাড়ি ঢলে সিসি বøক সরে গিয়ে বৈলতলী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের দ্বীপপাড়া ও নাথপাড়া এলাকায় প্রবল ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। যেকোন মুহূর্তেই নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে দ্বীপ ও নাথ পাড়ার অর্ধশতাধিক পরিবারের বসতবাড়ি। ঘরবাড়ি হারা হয়ে উদ্বাস্তু হতে পারে সহ¯্রাধিক মানুষ। তাই অগ্রাধিকার ভিত্তিতে নদী ভাঙ্গন ঠেকাতে কার্যকর ব্যবস্থা ও ইতোমধ্যে নদী ভাঙ্গনে বসতবাড়ি হারানো পরিবারগুলোকে পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের জন্য পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
শিক্ষার্থী, চট্টগ্রাম আইন কলেজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন