Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গুয়াতেমালায় জমি সংক্রান্ত বিরোধ, সংঘর্ষে, পুলিশসহ নিহত ১২

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০২১, ২:৫৯ পিএম

গুয়াতেমালার পশ্চিমাঞ্চলে দীর্ঘদিন ধরে চলে আসা জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো দুইজন। গুয়াতেমালার রাজধানী থেকে ১৫৫ কিলোমিটার দূরে চিকুইক্স গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সময় শনিবার দেশটির কর্তৃপক্ষ জানায়, দুটি পৌরসভার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে তিন শিশু, এক নারী ও এক পুলিশ সদস্যসহ ১২ জন নিহত হন।
গুয়াতেমালার জাতীয় পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ভবিষ্যতে সহিংসতা এড়াতে দুই পক্ষের প্রধানদের সঙ্গে কথা বলছেন তারা। দেশটির মানবাধিকার ন্যায়পালের কার্যালয়ও ওই এলাকায় পুলিশের উপস্থিতি বাড়ানোর সুপারিশ করেছে।

গুয়াতেমালা ১৮২১ সালে স্পেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য ও সরকারি নিপীড়নের ফলে ১৯৬০ সালে দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়। ১৯৯৬ সালে একটি শান্তিচুক্তি স্বাক্ষরের মাধ্যমে ৩৬ বছরের দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধের অবসান ঘটে। এই যুদ্ধে দুই লাখেরও বেশি গুয়াতেমালান নিহত বা নিখোঁজ হন। এই অঞ্চলের মানুষদের মধ্যে ভূমি নিয়ে বছরের পর বছর ধরে ঝগড়া-বিবাদ চলে আসছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ