Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাবেক প্রতিমন্ত্রী মুরাদ ও ইউটিউবার নাহিদের বিরুদ্ধে মামলার হলো সুনামগঞ্জে!

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০২১, ১:১৩ পিএম

বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাতনি জাইমা রহমান সম্পর্কে আপত্তিকর মন্তব্যের অভিযোগে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানসহ দুজনের বিরুদ্ধে সুনামগঞ্জ আদালতে আবেদন করা হয়েছে একটি মামলার। আজ রোববার (১৯ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক আব্দুল হক বাদী হয়ে সুনামগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুর রহিমের আদালতে এ আবেদন করেন। এ মামলার আবেদনে মুরাদ হাসান ছাড়াও নাম রয়েছে ইউটিউবার মহিউদ্দিন হেলাল নাহিদের মামলার বাদী আব্দুল হক বলেন, ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে একজন সাবেক প্রতিমন্ত্রী যেভাবে কুরুচিপূর্ণ অশালীন ভাষায় কথা বলেছেন, সেটা বাংলাদেশের একজন নাগরিক হিসেবে কোনোভাবেই কাম্য নয়। এ বক্তব্যে শুধু জাইমা রহমান নয়, দেশের পুরো নারী জাতিকে অসম্মান করা হয়েছে। এ ঘটনায় বিচার চেয়ে আদালতে মামলার আবেদন করেছি আমি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মামলা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ