প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
মুরাদ কাণ্ডে বেশ বিপাকে পড়েছিলেন চিত্রনায়ক ইমন। এ ঘটনায় তাকে দুই দফা ডিবির ও একবার র্যাবের হেড অফিসে যেতে হয়েছে। তার এই দুঃসময়ে চলচ্চিত্র শিল্পী সমিতির কাউকে পাশে পাননি বলে অভিযোগ করেছেন। শিল্পী সমিতি একেবারেই নিশ্চুপ ছিল। আথচ ইমন শিল্পী সমিতির বর্তমান কমিটির আন্তর্জাতিক স¤পাদক। ইমন বলেন, শিল্পী সমিতিতে থেকে কি লাভ? যদি শিল্পীদের বিপদ-আপদে তারা পাশে না থাকে। জায়েদ খান, মিশা ভাই কেউই বিপদের সময় খোঁজ নেয়ার বা পরামর্শ দেয়ার প্রয়োজন বোধ করেননি। খুবই খারাপ লেগেছে ব্যাপারটা। তিনি বলেন, খুব বেশি কিছু তো চাওয়া-পাওয়া নেই। কথা বলে মানসিকভাবে তো সাপোর্ট দিতে পারতেন তারা। যাই হোক, সামনে নির্বাচন আছে। এ নির্বাচনে থাকার আগ্রহ হারিয়ে ফেলেছি। কারণ, যে সমিতি শিল্পীদের বিপদে পাশে দাঁড়ায় না সে সমিতির নির্বাচন করার মানে নেই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।