Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সুন্দরগঞ্জে গৃহবধূ হত্যার দায়ে যুবকের ফাঁসি

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতাঃ | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০২১, ৭:০০ পিএম

গাইবান্ধার সুন্দরগঞ্জে গৃহবধূ রুজিনা বেগম (৩৫) হত্যা মামলার রায়ে এক আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় দেন। রায় প্রদানের সময় দন্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন। দন্ডপ্রাপ্ত যুবকের নাম সবুজ ফকির (২৪)। সবুজ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের উত্তর শাহাবাজ গ্রামের শাহজাহান ফকিরের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ফারুক আহম্মেদ ফাঁসির আদেশ প্রদানের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামি স্বীকারোক্তিমুলক জবানবন্দিতে গৃহবধূর হত্যার দায় স্বীকার করেছেন। এ ছাড়া আদালত স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু কার্য়কর করার আদেশ দিয়েছেন।
মামলার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৯ এপ্রিল রুজিনা বেগম সুন্দরগঞ্জ উপজেলার র্সবানন্দ ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে বাড়ি ফিরছিলেন। পথে আসামি সবুজ ফকির টাকা লেনদেনের জেরে গৃহবধুর পথরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এরপর হত্যার উদ্দেশ্যে সবুজ ফকির তার হাতে থাকা ধারালো ছোরা দিয়ে রুজিনার পেটে স্বজোরে আঘাত করে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন রুজিনা বেগমকে গুরুতর আহত অবস্থায় প্রথমে সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হলে তার অবস্থার অবনতি হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় তিনি ওইদিন রাতে মারা যান। এই ঘটনায় একই সালের ১০ এপ্রিল নিহত রুজিনা বেগমের স্বামী জহুরুল ইসলাম বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সবুজ ফকিরকে একমাত্র আসামি করা হয়। ঘটনার সাক্ষ্য প্রমাণে দোষী সাব্যস্ত হওয়ায় আদালত এই রায় দেন।
আসামি পক্ষের আইনজীবি সিরাজুল ইসলাম বলেন, তারা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন। সেখানে তারা ন্যায় বিচার পাবেন বলে আশা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফাঁসি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ