Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রী হত্যা: স্বামীর ফাঁসির আদেশ

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০২২, ৫:৪৯ পিএম

ফরিদপুরের মধুখালী উপজেলায় যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে স্বামী মো. সরোয়ার সেক কে (৩০) ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়াও তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৯ সেপ্টেম্বর), ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক প্রদীপ কুমার রায় এ আদেশ দেন।

এ মামলায় অভিযুক্ত শাশুড়ি ছাহেরা বেগম (৫৫) এবং মামা ওলিয়ার সেক (৬০) ও ওবায়দুল সেককে (৪৪) বেকসুর খালাস দেওয়া হয়।

জানা যায়, ২০১৭ সালের ৬ জুলাই স্ত্রী ফরিদা বেগমকে (১৯) তার স্বামী সরোয়ার সেক ও স্বামীর পরিবারের সদস্যরা যৌতুকের দাবিতে শ্বাসরোধ করে হত্যা করে। হত্যার পর গলায় ফাঁস লাগিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখে।

পরে এ ঘটনা সংশ্লিষ্ট থানায় একটি এজাহার দায়ের করা হয়। সে মামলায় সরোয়ারকে এ সাজা দেওয়া হয় আর ঘটনার সঙ্গে জড়িত প্রমাণ না হওয়ায় শাশুড়ি এবং মামাদের বেকসুর খালাস দেওয়া হয়।

ছবিঃ দণ্ডপ্রাপ্ত স্বামী লাল গেঞ্জি পরিহিত সরোয়ার সেখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফাঁসির আদেশ

১৫ সেপ্টেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ