Inqilab Logo

বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

লাগাম টেনে ধরতে নরওয়ের পদক্ষেপ জোরদার

ওমিক্রন সংক্রমণ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০২১, ১২:০২ এএম

নরওয়ে নতুন করে করোনাভাইরাসের লাগাম টেনে ধরতে সোমবার আরো পদক্ষেপ ঘোষণা করেছে। কোভিড-১৯ রোগের ওমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় এবং আক্রান্ত ও হাসপাতালে ভর্তির হার অনেক বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে কঠোর বিধিনিষেধ আরোপের এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এমন পদক্ষেপ নেওয়া হলো। আরো পদক্ষেপ না গ্রহণ করলে তিন সপ্তাহের মধ্যে প্রতিদিন ৯০ হাজার থেকে ৩ লাখ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত এবং প্রতিদিন সর্বোচ্চ দুইশ’ জন হাসপাতালে ভর্তি হতে পারে বলে নরওয়ের স্বাস্থ্য কর্তৃপক্ষ সতর্ক করে দেয়ার পর এ পদক্ষেপ ঘোষণা করা হয়। নরওয়েতে সাম্প্রতিক দিনগুলোতে রেকর্ড সংখ্যক মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার ৯৫৮ জনের ওমিক্রন সংক্রমণ ধরা পড়েছে। এদের মধ্যে ৪৭২ জন রাজধানী অসলোতে থাকেন। প্রধানমন্ত্রী জনাস গহর স্টরি দেশের করোনাভাইরাস পরিস্থিতি ‘মারাত্মক’ বলে সতর্ক করে দিয়েছেন। এক্ষেত্রে ডেল্টা ভ্যারিয়েন্ট ও উচ্চ সংক্রামক করোনার নতুন ওমিক্রন ধরন দেশের স্বাস্থ্য ব্যবস্থার ওপর ব্যাপক প্রভাব ফেলবে বলেও তিনি হুশিয়ার করেন। সূত্র : এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওমিক্রন সংক্রমণ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ