Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাতকানিয়ায় সেই অস্ত্রধারী গ্রেপ্তার: বন্দুক ও গুলি উদ্ধার

সাতকানিয়া সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০২১, ৮:২৬ পিএম

চট্টগ্রামের সাতকানিয়ায় অস্ত্র চালানো শেখার সময় গুলিতে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় অভিযুক্ত সঞ্জয় চৌধুরী (৩৭) কে গ্রেফতার করেছে পুলিশ। একইসাথে খুনে ব্যবহৃত অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। ১৩ ডিসেম্বর সোমবার দিবাগত রাতে সাতকানিয়া-বাঁশখালী সীমান্তবর্তী চূড়ামণি পাহাড়ি এলাকা থেকে থানার এস আই সুব্রত দাশ

সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ৫ নভেম্বর রাতে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের দক্ষিণ কাঞ্চনা জোটপুকুরিয়া সাধন মেম্বারের বাড়ি এলাকার চন্দন চৌধুরীর বাড়ির উঠানে অস্ত্র চালানো শেখানো সময় ভুলবশত গুলি ছুড়লে পাশেই উপস্থিত উপজেলার নলুয়া ইউনিয়নের পূর্ব নলুয়া ৩ নম্বর ওয়ার্ড তালুকদার মক্তিয়ার কুম রাধাকৃষ্ণ মন্দিরের পাশে তালুকদার বাড়ির সুপ্রকাশ তালুকদারের ছেলে পঙ্কজ তালুকদার (৩৪) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৯ নভেম্বর মারা যান। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। পুলিশ জানায়, গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে সঞ্জয় চৌধুরী ঘটনায় ব্যবহৃত একটি দোনালা বন্দুক ও তিন রাউন্ড তাজা কার্তুজ লুকিয়ে রাখার বিষয়টি জানালে পরে পুলিশ গিয়ে ধানের গোলা থেকে ঐ অস্ত্র ও গুলি উদ্ধার করেন। সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, পঙ্কজ তালুকদার নিহত হওয়ার ঘটনায় দায়েরকৃত মামলার আসামি হিসেবে সঞ্জয় চৌধুরীকে গ্রেপ্তার করার জন্য আমরা বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করি । কিন্তু সে বার বার স্থান পরিবর্তণ করায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পরে সাতকানিয়া-বাঁশখালী সীমান্তবর্তী এলাকায় অবস্থান করছে সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় এবং ব্যবহৃত দুনলা এলজি বন্দুক ও ৩ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয় ।তাকে খুন ও অস্ত্র
অস্ত্র আইনে মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ