Inqilab Logo

রোববার, ০৯ জুন ২০২৪, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ০২ যিলহজ ১৪৪৫ হিজরী

বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৫৩ লাখ ২৮ হাজার ছাড়িয়েছে

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০২১, ৯:৫৭ এএম

করোনাভাইরাসের বিশ্বে মৃতের সংখ্যা ৫৩ লাখ ২৮ হাজার ছাড়িয়েছে। ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরো পাঁচ হাজারের বেশি মানুষ। অন্যদিকে শনাক্ত হয়েছেন পাঁচ লাখ মানুষ।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট মারা গেছেন ৫৩ লাখ ২৮ হাজার ২৫৯ জন। আক্রান্ত হয়েছেন ২৭ কোটি ১০ লাখ ৯৬ হাজার ৮৮৮ জন।

আর সুস্থ হয়েছেন ২৪ কোটি ৩৬ লাখ ৮৪ হাজার ৭৫৫ জন।

এদিকে করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছে পাঁচ কোটি ১০ লাখ ১৮ হাজার ২৮২ জন। মৃত্যু হয়েছে আট লাখ ১৯ হাজার ৩১৫ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন দুই কোটি ২১ লাখ ৯১ হাজার ৯৪৯ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ছয় লাখ ১৬ হাজার ৯৮০ জনের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ