বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনার বটিয়াঘাটা উপজেলায় দুর্বৃত্তের হামলায় তিলোত্তমা মন্ডল (৪৫) নামে এক গৃহবধু নিহত হয়েছেন ৷ মারাত্মক আহত হয়েছেন একই পরিবারের আরও দুইজন। উপজেলার হাগবাটি খৈয়াতলা এলাকায় ঘটনাটি ঘটেছে রোববার দিবাগত গভীর রাতে। আজ সোমবার (১৩ ডিসেম্বর) সকালে নিহতের লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ। উপজেলার বিত্তশলুয়া গ্রামের নিহত তিলোত্তমা মন্ডল স্থানীয় মহেন্দ্র মন্ডলের কণ্যা। আহত প্রকাশ মিস্ত্রী ও তার স্ত্রী বিথিকা মিস্ত্রি।
বটিয়াঘাটার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ জালাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গভীর রাতে কে বা কারা একই পরিবারের সবাইকে কুপিয়ে হত্যা করার চেষ্টা করে। একজন নিহত হলেও দু'জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হত্যার কারণ এখনো জানা যায়নি। খুনীদের ধরতে অভিযান চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।