Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্বাচনকে সামনে রেখে শুরু হয়েছে ষড়যন্ত্র : জয়

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০২১, ৯:৪২ এএম

আর মাত্র দুই বছর পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, ইতোমধ্যে দেশ ও স্বাধীনতাবিরোধী শক্তি আবার ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

রোববার (১২ ডিসেম্বর) যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি ফাইভ-জি নেটওয়ার্ক উদ্বোধনের পর এমন মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা বলেন, ‘আমি খেয়াল করেছি যখনই আমাদের নির্বাচনের বছর দুয়েক চলে আসে তখনই কিন্তু এই ষড়যন্ত্র বেড়ে যায়। ঠিক দুই বছর পর আরেকটা নির্বাচন আছে। তখনই দেখছি এই সেই ষড়যন্ত্র শুরু হচ্ছে। আমরা যে পরিমাণ এগিয়েছি আমাদের কেউ দাবায় রাখতে পারবে না। আওয়ামী লীগ যত দিন ক্ষমতায় থাকবে ততদিন আমরা পিছিয়ে যেতে দেবো না।’

সজীব ওয়াজেদ জয় বলেন, ‘আপনারা জানেন এই বিদেশি শক্তি কারা। যারা আমাদের একাত্তরে বিরোধিতা করেছে, যাদের বিরুদ্ধে আমাদের লড়াই করে স্বাধীন হতে হয়েছে। সেই ষড়যন্ত্র আবার শুরু এখন। যখন বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে, কিছু কিছু ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে দাঁড়ায়।’

‘আপনাদের সতর্ক করে দিতে চাই, এই ষড়যন্ত্রের সাফল্য আমরা হতে দেব না। এই ষড়যন্ত্র যদি আবার সফল হয়, তাহলে কিন্তু আবার বাংলাদেশ আবার পিছিয়ে যাবে। ডিজিটাল বাংলাদেশ তো দূরের কথা। আমরা সেই আমলে নেমে যাবো যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ থেকে আবার নিম্ন আয়ের দেশে নেমে যাবে।’ যোগ করেন তিনি।

এ সময় বিএনপির সমালোচনা করেন প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা। তিনি বলেন, ‘আমাদের দেশের এক শ্রেণি আছে তারা বিদেশি মালিকদের কাছে নালিশ করা শুরু করে। তাদের কাছে হাত পাততে থাকে তাদের আশায় বসে থাকে যে তারা বিদেশ থেকে এসে ষড়যন্ত্র করে বিএনপিকে আবার ক্ষমতায় বসিয়ে দেবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জয়

১৮ ডিসেম্বর, ২০২২
১৭ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ