মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
হামবুর্গের মিনিয়েচার ওয়ান্ডারল্যান্ডের নতুন আকর্ষণ রিও ডি জেনেইরো৷ এই ওয়ান্ডারল্যান্ডটি বিশ্বের বৃহত্তম মডেল রেলস্টেশন৷ এতে এই প্রথম যুক্ত হলো লাতিন অ্যামেরিকান অংশ৷ ৪ বছর পর যেটির কাজ শেষ হলো৷
রিও ডি জেনেইরো অংশটি ৪৬ বর্গমিটার এলাকাজুড়ে রয়েছে৷ সেখানে আছে রিও কার্নেভালের আসর৷ রিও তে সাম্বা স্কুলগুলোর বিখ্যাত বার্ষিক প্রতিযোগিতার আদলে করা হয়েছে এই কার্নেভাল৷ বিশ্বের আর কোনো ওয়ান্ডারল্যান্ডে এমন জিনিসের দেখা মিলবে না৷
সাম্বাড্রম তৈরিতে ১১ হাজারেরও বেশি ফিগার বসানো হয়েছে৷ একটা বোতাম টিপলে সাম্বা শিল্পীরাসহ কার্নেভালটা একেবারে জীবন্ত হয়ে ওঠে৷ দর্শক এবং নৃত্যশিল্পীরা মিলে বাস্তব করে তুলে পুরো বিষয়টাকে৷ ওয়ান্ডারল্যান্ডের সহ-প্রতিষ্ঠাতা ফ্রেডেরিক ব্রাউন জানিয়েছেন, রিও অংশটি বানাতে ৬০ হাজার ঘণ্টা এবং ১৫ লাখ ইউরো ব্যয় হয়েছে৷
কোপাকাবানা সৈকত ছাড়া ব্রাজিলের রিও কল্পনাই করা যায় না৷ হামবুর্গে ছোট পরিসরে হলেও এই সৈকতের দেখা পাবেন৷ রিওতে বেশ কিছু সুন্দর শহর আছে, যাদের ‘ফাবেলা’ বলা হয়৷ সান্তা মার্তা এমন একটি শহর৷ সেখানে ৮ হাজার মানুষের বাস৷ হামবুর্গে সেখানকার ছোট ছোট বাড়িগুলোর আদলে ঘর তৈরি করা হয়েছে৷
ব্রাজিলের জাতীয় খেলা ফুটবল৷ এখানে একটা উত্তেজনাপূর্ণ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে৷ রিও’র ফাবেলাগুলোতে প্রায়ই সহিংসতা ও অপরাধের ঘটনা ঘটে থাকে৷ কিন্তু ব্রাজিলের সংস্কৃতি এবং ফুটবলের সাথে এর সম্পৃক্ততা অস্বীকার করা যায় না৷ পাহাড়ের উপর অবস্থিত একটি শহর সান্তা টেরেসা৷ ঔপনিবেশিক আমলের বাগান আর ভিলা এই শহরকে অন্যদের থেকে আলাদা করেছে৷ বর্তমানে এখানে অনেক শিল্পীর বাস৷ মডেলে এই জায়গাটিও স্থান পেয়েছে৷
এই পুরো প্রকল্পটি তৈরি করতে বুয়েনোস আইরেসের মডেল নির্মাণকারী প্রতিষ্ঠান মার্টিনেজ ফ্যামিলি সহযোগিতা করেছে৷ মিনিয়াট্যুর ভ্যুন্ডারলান্ড বা মিনিয়েচার ওয়ান্ডারল্যান্ডের প্রতিষ্ঠাতা গেরিট ব্রাউন এবং ফ্রেডেরিক ব্রাউন নতুন এই অংশটির নির্মাণ নিয়ে ভীষণ উৎফুল্ল৷ তারা বলছেন, দুই মহাদেশে সময়ের পার্থক্যের কারণে কাজ করতে গিয়ে তাদের অনেক সময়ই সমস্যায় পড়তে হয়েছে, বিশেষ করে এই অতিমারির সময়৷ কিন্তু কাজ শেষ হওয়ার পর এটি দেখে তারা মুগ্ধ হয়েছেন৷ সূত্র: ডয়চে ভেলে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।