Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

অ্যামেরিকান মডেল নিয়ে শোভনের গানের ভিডিও

প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বাংলাদেশের ছেলে শোভন, গায়ক হিসেবে বেশ জনপ্রিয় ইউএসএ’র ফ্লোরিডাতে। বাংলাদেশিদের পাশাপাশি প্রবাসী ভারতীয়রাও তাকে ভালোভাবেই চিনেন সেখানে। তিনি সেই দেশে একই মঞ্চে গান করেছেন বলিউড তারকা কুমার শানু, উদিত নারায়ণ, শঙ্কর এহসান, অলকা ইয়াগনিক, অনুরাধা পাড়োয়াল, অরিজিত সিং, ক্যটরিনা কাঈফ, সিদ্ধার্থ মালোহত্রা, প্রীতি জিনতা, আলিয়া ভাট, এশা দেওলসহ আরো অনেকের সাথে। এসব ভিডিও ক্লিপিংস রয়েছে ফেসবুকে তার লাইক পেজে। বাংলা গানের পাশাপাশি তিনি অই দেশে ইংরেজী ও হিন্দি গান পরিবেশন করে মুগ্ধ করেন দর্শক শ্রোতাদেরকে। এই প্রথম জি সিরিজ থেকে তার গাওয়া বাংলা গান ও গানের ভিডিও বের হয়েছে। গানটির শিরোনাম- “যাবে কি হেঁটে একসাথে”। মাহীর লাবীব মিতুলের কথায় এই গানের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন তানভীর আহমেদ রসি। এই গানে শোভনের সঙ্গে অ্যামেরিকান প্রফেশনাল মডেল এলেকজে-ার প্যাস্কো’র উপস্থিতি মুগ্ধ করবে যে কোনো দর্শককে। ইতিমধ্যে জি সিরিজের নিজস্ব ইউটিউব চ্যানেলে এই গানটির জন্যে দর্শকদের মাঝে উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। শুধু তাই নয়, ফেসবুকে মডেল এলেকজে-ার প্যাস্কো’র পেজে এই গানটি ঠাই পেয়ে জয় করেছে অনেক অ্যামেরিকান দর্শকের মন। প্রসঙ্গক্রমে শোভন বলেন, আমি ইউএসএ তে বসবাস করি বলে সেখানকার প্রফেশনাল মডেল নিয়ে কাজ করেছি। ভবিষ্যতে বাংলাদেশের প্রফেশনাল মডেলদের নিয়ে কাজ করবো। তবে আমি বিদেশী মডেল গানে ব্যবহার করলেও তাকে শাড়ি পরিয়ে আমার দেশের সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করেছি। পাম্প বীচ স্ট্যাট কলেজে মিডিয়া ও ব্রডকাস্টিং এর ছাত্র শোভন এদেশের চলচ্চিত্র প্রযোজক সৈয়দ কবীর আনোয়ারের ছেলে। এছাড়া তিনি আমাদের ক্রিকেট ব্যক্তিত্ব রকিবুল হাসানের ভাগিনা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অ্যামেরিকান মডেল নিয়ে শোভনের গানের ভিডিও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ