Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে জুয়ার আসর থেকে যুবলীগ নেতা ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০২১, ১১:৫৩ এএম

নগরীর খুলশী থানাধীন আপন নিবাস আবাসিক এলাকায় একটি জুয়ার আসর থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার রাত সোয়া ১১টার দিকে ওসমান কলোনি থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মিজানুর রহমান, মনির, শহীদুল ইসলাম, নজরুল ইসলাম মজুমদার, জামাল হোসেন ও আখতার হোসেন। এদের মধ্যে মিজানুর রহমান চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সন্দ্বীপ উপজেলার মাইটভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান। খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, ওসমান কলোনির জুয়ার আসরে অভিযান চালিয়ে দুইটি তাসের বান্ডিল ও নগদ ৫৩ হাজার ৫শ টাকাসহ ৬ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার একজন সন্দ্বীপের মাইটভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান। তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হবে।
এর আগে নগরীর চান্দগাঁ এলাকা থেকে আরো ছয় জুয়াড়িকে গ্রেফতার করা হয়।



 

Show all comments
  • jack ali ১২ ডিসেম্বর, ২০২১, ১২:৩০ পিএম says : 0
    আজ 50 বছর হয়ে গেল স্বাধীন হয়েছি কিন্তু স্বাধীনতার স্বাদ পেলাম না সব ......রা আমাদের দেশটাকে ধ্বংস করে ফেলেছে ধর্ষণ দুর্নীতি ঘুষ খুন গুম যিনা-ব্যভিচার ধর্ষণ খাদ্যে ভেজাল ওষুধে ভেজাল যত ধরনের হারাম কাজ আছে সব আমাদের দেশে হচ্ছে আমাদের জীবনটাই ধ্বংস হয়ে গেছে এদের হাতে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ